ডিএনএ এর গুরুত্ব | বেসিক সাইন্স

ডিএনএ এর গুরুত্ব আজকের আলোচনা বিষয় | A brief description of why DNA is so important and why we should study DNA has been discussed. ডিএনএ এর গুরুত্ব (Importance of DNA) ক্লাসটি বেসিক সাইন্স (basic science) কোর্সের অংশ | বেসিক সাইন্স (basic science) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Educaiton)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Educaiton)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

ডিএনএ এর গুরুত্ব

DNA কে মাস্টার মলিকিউল (master molecule) বলা হয় কারণ জীবকোষের সকল রাসায়নিক বিক্রিয়া DNA কর্তৃক নিয়ন্ত্রিত হয়।

DNA এর রাসায়নিক গঠন উপাদান মূলত তিনটি। যথা-

১. পেন্টোজ শুগ্যার

২. নাইট্রোজেন ঘটিত বেস

৩. ফসফোরিক এসিড

১. পেন্টোজ শুগ্যারঃ এটি হলো পাঁচ কার্বন বিশিষ্ট শুগ্যার বা চিনি । DNA তে রয়েছে ডি অক্সিরাইবোজ শুগ্যার।

২. নাইট্রোজেন ঘটিত বেস: DNA এর গঠন এ রয়েছে প্রায় চার ধরনের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক । যথা- অ্যাডিনিন(A) , থায়ামিন(T) , সাইটোসিন(C) ও গুয়ানিন(G)। অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস এবং থায়ামিন ও সাইটোসিন হলো পাইরিমিডিন বেস।

৩. ফসফোরিক এসিডঃ DNA এর গঠন এ তিনটি একযোজী হাইড্রক্সিল গ্রুপ ও একটি দ্বিযোজী অক্সিজেন পরমানু নিয়ে ফসফোরিক এসিড গঠিত হয়।

 

কাজ:
১। এটি ক্রোমােসােমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।

২। বংশগতির আণবিক ভিত্তি রক্ষা করে।

৩। জীবের সকল প্রকার বৈশিষ্ট্য ধারণ, রক্ষন ও নিয়ন্ত্রণ করে।

৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় পরবর্তী  প্রজন্মে অর্থ্যাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করে।

৫। এই ডিএনএ জীবের সকলপ্রকার শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজ কর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

৬। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে ডিএনএ।

৭। ডিএনএ এবং তার হেলিক্সের ভিতর কোন অংশে কোন ঝামেলা সৃষ্টি হলে তা মেরামত করে দিতে সক্ষম।মিউটেশানের ফলে গাঠনিক পরিবর্তন সৃষ্টি হলে তা বিবর্তনের মূল উপাদান হিসেবে কাজ করে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

DNA-র জৈবিক তাৎপর্য (Biological Significance of DNA) : 
* কোষের বৃদ্ধি ও প্রজননের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করতে পারে।
* এর গঠন-কাঠামো বেশ স্থায়ী এবং বিশেষ কোন কারণ (মিউটেশন) ছাড়া এতে খুব কমই পরিবৃত্তি ঘটে।
* বংশগতিতে সকল প্রকার জৈবিক সংকেত বহন করার ক্ষমতা এর আছে।
*  এটি কোষে সকল প্রকার জৈবিক সংকেত প্রেরণ করে থাকে।
*  কোন কারণে DNA অণুর গঠনে কোনো পরিবর্তন হলে পরিবৃত্তি (variation)-র উদ্ভব হয়। আর পরিবৃত্তি হলো বিবর্তনের মূল উপাদান।

 

ডিএনএ এর গুরুত্ব

 

ডিএনএ এর গুরুত্ব নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ 

Leave a Comment