আমাদের আজকের আলোচনার বিষয় Penvik পেনভিক ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Penvik পেনভিক ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
ফেনোক্সিমিথাইল পেনিসিলিন। ২৫০ মি.গ্রা. ট্যাবলেট, ৫০০ মি.গ্রা. ডিএস ট্যাবলেট, ১২৫ মি.গ্রা./৫ মি.লি. ও ২৫০ মি.গ্রা./৫ মি.লি. পাউডার ফর সাসপেনশন।
নির্দেশনা :
স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ, স্কারলেট জ্বর, মৃদু এরিসেপালস, বিটা-হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস দ্বারা সৃষ্ট হৃদপিণ্ডের মাংসপেশীর প্রদাহ, নিউমোনিয়া । মাত্রা ও ব্যবহার বিধি : ২৫০-৫০০ মি.গ্রা. ৬ ঘণ্টা পর পর। শিশু: ১/২-১ চা চামচ ৬ ঘন্টা পর পর ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ।
পার্শ্ব প্রতিক্রিয়া :
বমি, বমি বমি ভাব, পাকস্থলীর অস্বাচ্ছন্দ্য, উদরাময় প্রভৃতি দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : জিংক অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম কার্বনেট, ক্যালামিন, এসপিরিন, সালফামেথক্সিপাইরিডাজিন, সালফাইথিডোল, এমাইনো-গ্লাইকোসাইড ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় পেনিসিলিন ব্যবহারে কোন অনুপযোগিতা নেই। ইহা বুকের দুধে নিঃসৃত হয় যা শিশুদের এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ।
সরবরাহ :
পেনভিক’ ট্যাবলেট : ১০ x ১০ টি। পেনভিক’ ডি এস ট্যাবলেট: ১০ x ১০ টি। পেনভিক’ ৫০ মি.লি. পাউডার ফর সাসপেনশন : ৫০ মি.লি. সাসপেনশন তৈরী করার জন্য প্রয়োজনীয় পরিমাণ শুষ্ক পাউডার।
পেনভিক’ ১০০ মি.লি. পাউডার ফর সাসপেনশন : ১০০ মি.লি. সাসপেনশন তৈরী করার জন্য প্রয়োজনীয় পরিমাণ শুষ্ক পাউডার। পেনভিক ফোর্ট পাউডার ফর সাসপেনশন : ১০০ মি.লি. সাসপেনশন তৈরী করার জন্য প্রয়োজনীয় পরিমান শুষ্ক পাউডার।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ