Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Ocufen অকুফেন ওষুধের যাবতীয় তথ্য

Ocufen অকুফেন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ocufen অকুফেন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ocufen অকুফেন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

অকুফেন ০.০৯% চোখের ড্রপস্ : প্রতি মি.লি.এ আছে ব্রোমফেনাক সোডিয়াম আইএনএন ১.০৩৫ মি.গ্রা. যা ০.৯ মি.গ্রা. ব্রোমফেনাক আইএনএন এর সমতুল্য।

 

 

নির্দেশনা:

অকুফেন ০.০৯% চোখের ড্রপস্ চোখের ছানি এবং অন্যান্য অপারেশনজনিত প্রদাহ কমাতে নির্দেশিত। এছাড়াও যে কোন ধরণের চোখের প্রদাহ কমাতে ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১ ফোটা করে আক্রান্ত চোখে দিনে দুইবার; অপারেশনের পর ২৪ ঘণ্টায় মধ্যে চিকিৎসা শুরু করতে হবে এবং ২ সপ্তাহ চলবে। শিশুদের ক্ষেত্রে : মাত্রা এবং ব্যবহার ডাক্তার নিশ্চিত করবেন।

যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

ব্রোমফেনাক চোখের ড্রপস্ এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা:

ব্রোমফেনাক চোখের ড্রপস এ আছে সোডিয়াম সালফাইট, যা অনেকের ক্ষেত্রে এ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন- কমমাত্রার শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিতে পারে। তবে সালফাইট সংবেদনশীলতার ব্যাপকতা সম্পর্কে জানা নেই এবং সম্ভাবনা কম। সেজন্য এই ওষুধের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

বাহ্যিকভাবে ব্যবহৃত সকল NSAID গুলো ক্ষত উপশমে দীর্ঘস্থায়ী করতে পারে। একইসাথে NSAID এবং স্টেরয়েড ব্যবহারে ক্ষত শুকানো বেশী দীর্ঘস্থায়ী হয়।কন্টাক্ট লেন্স পরিহিত অবস্থায় ব্রোমফেনাক চোখের ড্রপস্ ব্যবহার করা উচিত নয়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগন্যান্সি ক্যাটাগরি:সি । এই ওষুধ গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই ভ্রুণের ঝুঁকি ও রোগীর উপকারের কথা বিবেচনা করে এই ওষুধ প্রয়োগ করা উচিত। স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১৮ বৎসরের নীচে রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যক্ষমতা এখনো প্রতিষ্ঠিত নয় ।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সাধারণত যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলো। চোখে অস্বাভাবিক অনুভূতি, কনজাংকটিভাল হাইপারেমিয়া, চোখের জ্বলুনি, চোখে ব্যথা, চোখে প্রুরিটাস, লালচে চোখ, মাথাব্যথা এবং আইরিসে প্রদাহ।

 

 

সরবরাহ:

অকুফেন্” ০.০৯% চোখের ড্রপস্ প্রতি প্লাস্টিক ড্রপার বোতলে রয়েছে ৫ মি.লি. ব্রোমফেনাক সোডিয়াম আইএনএন জীবাণুমুক্ত দ্ৰবন ।

 

আরও দেখুনঃ

Exit mobile version