আমাদের আজকের আলোচনার বিষয় Oxifun অক্সিফান ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Oxifun অক্সিফান ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
অক্সিকোনাজোল। ১০ মি.গ্রা. ক্রীম এবং লোশন ।
নির্দেশনা :
অক্সিফান ক্রীম ও লোশন টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া করপোরিসের ক্ষেত্রে নির্দেশিত যা ট্রাইকোফাইটন রুবরাম কোফাইটন মেন্টাগ্রোফাইটস, এপিডার্মোফাইটন ফোকোসাম দ্বারা হয়ে থাকে। ম্যালাসেজিয়া দ্বারা সংঘটিত টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রেও নির্দেশিত।
মাত্রা ও ব্যবহারবিধিঃ
টিনিয়া পেডিস, টিনিয়া ক্ররিস এবং টিনিয়া করপোরিসের ক্ষেত্রে অক্সিফান ক্রীম ও লোশন আক্রান্ত স্থানে দিনে দুই (২) যার ব্যবহার করতে হবে। পুনরায় সংক্রমণ রোধে টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রে অক্সিফান ক্রীম দিনে একবার (১) ব্যবহার করতে হবে। টিনিয়া করপোরিস, টিনিয়া ক্ররিস এবং টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রে দুই (২) সপ্তাহ এবং টিনিয়া পেডিস এর ক্ষেত্রে এক (১) মাস ব্যবহার করতে হবে।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না:
অক্সিকোনাজোলের প্রতি অতিসংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে প্রতিনির্দেশিত। অক্সিকোনাজোল ক্রীম ও লোশন চোখে বা ভ্যাজাইনাল পথে ব্যবহার উপযোগী নয় ।
পার্শ্ব প্রতিক্রিয়া:
চুলকানি, জ্বলুনি, প্রদাহ, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস, ফলিকুলাইটিস, ইরাইথেমা, প্যাপিউলস, ফিশ্চার, ম্যাসিরেশন, র্যাশ, স্টিনগিন এবং নডিউল ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়াঃ
অক্সিকোনাজোলের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া নিরুপিত হয়নি।
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:
প্রেগনেন্সি ক্যাটাগরি বি যেহেতু অক্সিকোনাজোল নাইট্রেট মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা গ্রহণ করা উচিত ।
সরবরাহ:
অক্সিফান” ১% ক্রীমঃ প্রতিটি লেমিনেটেড টিউবে আছে ১০ গ্রাম ক্রীম । অক্সিফান” ১% লোশন: প্রতিটি বোতলে আছে ১৫ মি.লি. লোশন ।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ