আমাদের আজকের আলোচনার বিষয় Oxifyl CR অক্সিফিল সিআর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Oxifyl CR অক্সিফিল সিআর ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
পেনটক্সিফাইলিন ৪০০ মি.গ্রা. সি আর ট্যাবলেট।
নির্দেশনা :
পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ-এর চিকিৎসায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি :
১ টি ট্যাবলেট (৪০০ মি.গ্রা.) দিনে ২-৩ বার ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
সাম্প্রতিক মস্তিষ্কে বা রেটিনায় রক্তক্ষরণ হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে অথবা যে সমস্ত রোগী এই ওষুধটি কিংবা মিথাইলজ্যানথিন যেমন ক্যাফেইন, থিওফাইলিন এবং থিওব্রোমিন সহ্য করতে পারেন না তাঁদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :
শ্বাসকষ্ট, ইডিমা, নিম্নচাপ, অরুচি, কোলেসিস্টাইটিস, কোষ্ঠকাঠিণ্য, মুখ ও গলা শুকিয়ে যাওয়া, দুশ্চিন্তা, মতিভ্রম, বিষণ্ণতা, খিঁচুনী, নাক দিয়ে রক্ত পড়া, ফ্লুর উপসর্গসমূহ, ল্যারিংস-এর প্রদাহ, নাকের কনজেশন, হাতের ভঙ্গুর আঙ্গুল,
চুলকানি, ফুসকুড়ি, আর্টিকারিয়া, এনজিওইডিমা, ঝাঁপসা দৃষ্টি, কনজাংকটিভার প্রদাহ, কানে ব্যথা, স্কোটোমা, বিশ্রী স্বাদ, অতিরিক্ত লালা নিঃসরণ, লিউকোপেনিয়া, অসুস্থতাবোধ, গলায় ব্যথা/ঘাড়ের গ্রন্থি ফুলে যাওয়া, ওজনের পরিবর্তন ইত্যাদি ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ওয়ারফারিন, থিওফাইলিন।
গর্ভবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
প্রত্যাশিত সুফল ভ্রুনের উপর সম্ভাব্য আশংকার চেয়ে বেশী বিবেচিত হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে । স্তন্যদানকারী মায়ের জন্য ওষুধটি কতখানি গুরুত্বপূর্ণ তা বিবেচনা করে স্তন্যদান থেকে বিরত থাকতে হবে না ওষুধ বন্ধ করতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
সরবরাহ :
অক্সিফিল’ সি আর ট্যাবলেট : ৩ x ১০টি।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ