আমাদের আজকের আলোচনার বিষয় Ofkof অফ্কফ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Ofkof অফ্কফ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
(ডেক্সট্রোমেথরফ্যান ১০ মি.গ্রা… স্যুডোএফিড্রিন ৩০ মি.গ্রা. এবং ট্রাইপ্রোলিডিন ১.২৫ মি.গ্রা.)/৫ মি.লি. সিরাপ ।
নির্দেশনা:
শুষ্ক কফ সহ শ্বাসতন্ত্রের উপরের অংশের ব্যধিতে নাসারন্দ্র পরিষ্কারক, হিস্টামিন এইচ১ রিসেপটররোধী ওষুধ ও কফ নিঃসারকের যৌথ সেবন থেকে উপকার লাভ হয় এবং এইসব ক্ষেত্রে রোগের লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি:
প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের উর্ধ্বে শিশুদের জন্য ২ চা-চামচ দিনে ৩ বার। ৬-১২ বছরের শিশু ১ চা-চামচ দিনে ৩ বার, ২-৬ বছরের শিশু: ১/২ চা-চামচ দিনে ৩ বার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
যে সমস্ত রোগী ডেক্সট্রোমেথরফ্যান, সংডোএফিড্রিন অথবা ট্রাইপ্রোলিডিন-এর প্রতি অতি সংবেদনশীল তাদেরকে দেয়া যাবে না। মনোঅ্যামাইন অক্সিডেজ সেবনকারী রোগীদের সেবন বন্ধের দিন থেকে ২ সপ্তাহ পর্যন্ত অত্” সেবন করা যাবে না। তীব্র করোনারী ধমনীর রোগ অথবা মারাত্মক উচ্চরক্তচাপ সম্পন্ন রোগীদের ক্ষেত্রে দেয়া যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া:
মাথা ঝিম্ ঝিম্ ভাব, পরিপাকতন্ত্রের গোলমাল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা, তন্দ্রাচ্ছন্নভাব, মুখ-নাক-গলার শুষ্কতা, মূত্রত্যাগে অক্ষমতা ইত্যাদি।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভাবস্থায় এগুলোর ব্যবহার সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য নাই। সেজন্য গর্ভবর্তী মহিলাদের ভ্রুণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমান যাচাই করে এ ওষুধ ব্যবহার করা উচিত।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
ডিকনজেসটেন্ট, ট্রাইসাইক্লিক বিষণ্নতারোধী ওষুধ, রুচিদমন- কারক, এ্যামফেটামিন জাতীয় দেহ উত্তেজক অথবা মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ।
সরবরাহ:
অকফ সিরাপ ১০০ মি.লি.।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ