Eyebil আইবিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Eyebil আইবিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Eyebil আইবিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

আইবিল  ১৬০ ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে আছে ১৬০ মি.গ্রা. বিলবেরী (ভ্যাকসিনিয়াম মাইরটিলাস) ফলের স্ট্যান্ডার্ডাইজড নির্যাস।

 

Eyebil আইবিল ওষুধের যাবতীয় তথ্য

 

বিবরন:

ইউরোপীয়ান ছোট নীল বেরীই বিলবেরী নামে পরিচিত। গত দশক ধরে বিপ্লবেরীর স্ট্যান্ডাডাইজড নির্যাস আমেরিকায় সম্পূরক খাদ্য হিসেবে জনপ্রিয়। বিলবেরী প্রিপারেশনে ভ্যাকসিনিয়াম মাইরটিলাসের পুরোপুরি শুকনো, পাকা, কালো অথবা নীলচে কালো ফল ব্যবহৃত হয়।

কিছু ঘণীভূত নির্যাসকে অ্যানথোসায়ানোসাইড এ এমনভাবে স্ট্যান্ডাডাইজড করা হয় যেন ২৫% অ্যানথে সোয়ানিডাইন থাকে। কিন্তু ওজন নির্ভর গনণা করলে অ্যানথোসায়ানিডাইনের পরিমাণ দাঁড়ায় ৩৭%।

ফার্মাকোলজি:

বিপবেরী নির্যাস রেটিনোপ্যাথি, চোখে ছানি, ম্যাকুলার ডিজেনারেশন, রেটিনাইটিস পিগমেনটোসা, হেমোরেজিক রেটিনোপ্যাথি এসব রোগে ব্যবহৃত হয়। বিলবেরীতে অবস্থিত অ্যানথোসায়ানিস্ রোডোপৃসিন রিজেনারেশনের হার বাড়ায় বিধায় এটি রাতকানা এবং চোখে ছানি দূর করতেও সক্ষম।

বিলবেরী বিভিন্নরকম মাইক্রোসারকুলেটরী ডিজঅর্ডার যেমন: শিরা ফোলা, অ্যাথেরোস্ক্লেরোসিস, ভেনাস ইন্‌সাফিসিয়েন্সি ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কিভাবে কাজ করে:

এটি লিউকোসাইট কর্তৃক নিঃসৃত এনজাইম দ্বারা কোলাজেনের এনজাইমেটিক ভাঙনকে প্রতিরোধ করে। এটি রেটিনাল ফসফোগ্লুকোমিউটেজ এবং গ্লুকোজ – ৬ – ফসফেটকে প্রতিরোধ করে রেটিনাকে সুরক্ষিত রাখে। ইশকেমিক রিপারফিউশন ইন্‌জুরি জনিত কারণে মাইক্রোভাসকুলার ইম্‌পেয়ারমেন্ট কমিয়ে এটি এন্ডোথেলিয়াম সুরক্ষাসহ ক্যাপিলারি পারফিউশন বৃদ্ধি করে থাকে।

এটি প্লাটিলেট অ্যাগ্রেগেশন এবং কুট রিট্র্যাকশনের পরিমাপ নির্ভর প্রতিরোধ সৃষ্টি করে। ব্লাড-ব্রেইন বেরিয়ার অতিক্রম করার ক্ষমতাকে কমিয়ে বেসমেন্ট মেমব্রেন কোলাজেন হাইড্রোলাইসিস কমায় এবং পারমিয়েবিলিটি ক্ষমতা বৃদ্ধি করে ব্লাড-ব্রেইন বেরিয়ারের পূনর্গঠন বাড়ায় ।

নির্দেশনা এবং ব্যবহার :

রেটিনোপ্যাথি (উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস্ জনিত), চোখে ছানি, ম্যাকুলার ডিজেনারেশন, রেটিনাইটিস পিগমেনটোসা, হেমোরেজিক রেটিনোপ্যাথি এসব রোগে ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি:

১ টি করে আইবিল TM ১৬০ মি.গ্রা. ক্যাপসুল দিনে ২-৩ বার কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: জানা যায়নি। যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। প্রযোজ্য নয়।

গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:

গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহারে কোন বাধা নাই। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। প্রযোজ্য নয়।

 

Eyebil আইবিল ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

আইবিল TM ১৬০ ক্যাপসুল : প্রতিটি বাক্সে আছে ৩০ ক্যাপসুল অ্যালু-পিডিডিসি রিস্টার প্যাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment