Ofran আফরান ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ofran আফরান ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ofran আফরান ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতিটি ট্যাবলেটে আছে অনডেনসেট্রন ৮ মি.গ্রা. অনডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট ইউএসপি হিসেবে। প্রতি ৫ মি.লি. সলিউশনে রয়েছে অনডেনসেট্রন ৪ মি.গ্রা. অনডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট ইউএসপি হিসেবে। প্রতি ৪ মি.লি. ইঞ্জেকশনে রয়েছে অনডেনসেট্রন ৮ মি.গ্রা. অনডেনসেট্রন হাইড্রোক্লোরাইড ডাইহাইড্রেট ইউএসপি হিসেবে।

 

Ofran আফরান ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

অফরান” নির্দেশিত- ক্যান্সার কেমোথেরাপি দ্বারা সৃস্ট বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে রেডিওথেরাপি দ্বারা সংগঠিত বমি বমিভাব এবং বমি প্রতিরোধে অস্ত্রপচার পরিবর্তী বমি বমিভাব এবং বমি প্রতিরোধে।

মাত্রা এবং প্রয়োগ:

কেমোথেরাপি দ্বারা সৃষ্ট বমি বমি ভাব এবং বমি প্রতিরোধঃ প্রাপ্ত বয়স্ক (ট্যাবলেট এবং ওরাল সলিউশন)- প্রচন্ড বমি সৃষ্টিকারী ক্যান্সার কেমোথেরাপিতে ৮ মি.গ্রা. ট্যাবলেট করে ২৪ মি.গ্রা. দিনে তিন বার। মাঝারি ধরনের বমি সৃষ্টিকারী ক্যান্সার কেমোথেরাপিতে ৮ মি.গ্রা. অফরান” ট্যাবলেট অথবা ১০ মি.লি. অফরান সলিউশন দিনে দুইবার।

ইঞ্জেকশন- একটি ৩২ মি.গ্রা. আইভি অথবা তিনটি ০.১৫ মি.গ্রা./কেজি ডোজ। একটি ৩২ মি.গ্রা. ডোজ ক্যান্সার কেমোথেরাপি শুরুর ৩০ মিনিট পূর্বে ১৫ মিনিট ০.১৫ মি.গ্রা. (কেজি ডোজের ক্ষেত্রে প্রথম প্রয়োগের ৪ থেকে ৮ ঘন্টা পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হবে)।

শিশুদের ক্ষেত্রে- ট্যাবলেট এবং ওরাল সলিউশন ৪ থেকে ১১ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে একটি ৪ মি.গ্রা. অফরান” ট্যাবলেট অথবা ৫ মি.লি. অফরান সলিউশন দিনে তিনবার করে কেমোথেরাপি শেষ হবার ১-২ দিন পর্যন্ত। ইঞ্জেকশন- তিনটি ০.১৫/কেজি ডোজ রেডিওথেরাপি দ্বারা সৃষ্ট বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে প্রাপ্ত বয়স্ক – ট্যাবলেট এবং ওরাল সলিউশন- একটি ৪ মি.গ্রা. অফরান” অথবা ১০ মি.লি. ওরাল সলিউশন দিনে তিনবার।

অস্ত্রপচার পরবর্তী বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে: প্রাপ্ত বয়স্ক: ট্যাবলেট এবং ওরাল সলিউশন- দৈনিক ২ বার ৮ মি.গ্রা. অফরান” ট্যাবলেট করে ২ বার অথবা ২০ মি.লি. গুৱাল সলিউশন অবশিকরনের ১ ঘন্টা পূর্বে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

ইঞ্জেকশন- ৪ মি.গ্রা. আইভি অলঘুকৃত অবস্থায় ২-৫ মিনিট এর বেশি সময় ধরে অবশিকরনের ঠিক পূর্বে অথবা রোগী যদি অস্ত্রপচার পরবর্তী সময়ে বমি বমি অনুভব অথবা বমি করে তখন প্রয়োগ করতে হবে অথবা ৪ মি.গ্রা. অলযকৃত অবস্থায় আইএম হিসেবে একটি ডোজে প্রয়োগ করা যেতে পারে।

যেসব রোগী একটি মাত্র আইভি ডোজে সন্তোষজনক ক্রিয়া দেখায় না তাদের ক্ষেত্রে দ্বিতীয় বার ৪ মি.গ্রা. ডোজে কোন অধিকতর কার্যকারিতা পরিলক্ষিত হয় না।

শিশুদের ক্ষেত্রে- ২ থেকে ১২ বছর বয়স্ক শিশুদের একটি ০.১ মি.গ্রা./কেজি (৪০ কেজি অথবা অনুর্ধ ৪০ কেজি শিশুদের ক্ষেত্রে) অথবা একটি ৪ মি.গ্ৰা. ডোজ (৪০ কেজি উর্দু শিশুদের ক্ষেত্রে) ইঞ্জেকশন প্রয়োগের সময়কাল ২ থেকে ৫ মিনিটের চেয়ে বেশি হওয়া উচিত (কোন ভাবেই ৩০ সেকেন্ডের কম নয়)।

২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। যকৃতের অকার্যকরারিতায় ট্যাবলেট এবং ওরাল সলিউশন- সর্বমোট দৈনিক মাত্রা ৮ মি.গ্রা. অতিক্রম করা উচিত নয়। ইঞ্জেকশন- ৪ মি.গ্রা. এর একটি সর্বোচ্চ কেমোথে রাপি শুরচ করার ৩০ মিনিট পরে ১৫ মিনিট ধরে প্রয়োগ করতে হবে। প্রতিনির্দেশনা:অনডেনসেট্রন এর প্রতি অতি প্রতিক্রিয়াশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সবচেয়ে বেশি সংগঠিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, কোষ্ট কাঠিন্য এবং ডায়রিয়া। কেমোথেরাপি দ্বারা সংগঠিত বমি বমিভাব এবং বমিতে অনডেনসেট্রন সেবনকৃত রোগীদের মধ্যে ১% ক্ষেত্রে র‍্যাশ দেখা যেতে পারে। দুর্লভ ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি, ডিপ্রেসনসহ অথবা বুকে ব্যথা, কার্ডিয়াক এরিথমিয়া, নিম্নরক্তচাপ এবং ব্রাডি কার্ডিয়া দেখা যায়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

যেসব রোগী ঈণচতঅঃ উদ্দীপক (যেমন- ফিনাইটয়েন, কার্বামাজোপিক অথবা রিফামপিসিন) গ্রহন করছেন তাদের ক্ষেত্রে অনডেনসেট্রন এর নির্গমন বৃদ্ধি এবং রক্তে এর ঘণত্ব হ্রাস পরিলক্ষিত হয়। অনডেনসেট্রন ট্রামাডোল এর ব্যথা নিবারক ক্ষমতা হ্রাস করতে পারে।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে:

গর্ভাবস্থায়: প্রেগনেন্সি ক্যাটাগরি-বি। স্তন্যদানকালে স্তন্যদানকারী প্রাণীদের দুগ্ধে অনডেনসেট্রন নির্গমণ পরিলক্ষিত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অনডেনসেট্রন প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

 

Ofran আফরান ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

অফরান’ ৮ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৩ x ১০ টি ট্যাবলেট। অফরান” ওরাল সলিউশন: প্রতি বোতলে আছে ৫০ মি.লি. সলিউশন। অফরান ৪ মি.লি. ইঞ্জেকশনঃ প্রতি বাক্সে আছে ৬ টি এ্যাম্পুল।

 

আরও দেখুনঃ

Leave a Comment