Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Intimate ইনটিমেট ওষুধের যাবতীয় তথ্য

Intimate ইনটিমেট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Intimate ইনটিমেট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Intimate ইনটিমেট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ইনটিমেট ৫ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে টাডালাফিল ৫ মি.গ্রা.।

ইনটিমেট ১০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে টাডালাফিল ১০ মি.গ্রা.।

ইনটিমেট” ২০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে টাডালাফিল ২০ মি.গ্রা.।

 

 

নির্দেশনা:

ইনটিমেট” ইরেকটাইল ডিসফাংশন (ED) এর চিকিৎসায় নির্দেশিত।

সেবনবিধি ও মাত্রা:

প্রাথমিকভাবে বেশির ভাগ রোগীর ক্ষেত্রে ইনটিমেট ১০ মি.গ্রা. যৌন উত্তেজনা বৃদ্ধিতে নির্দেশিত হয়। প্রত্যেক রোগীর সহনশীলতা এবং কার্যক্ষমতা এর উপর নির্ভর করে মাত্রা ২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি যেতে পারে। বেশির ভাগ রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারের মাত্রা দিনে একবার। করা যেতে পারে অথবা ৫ মি.গ্রা এ কমিয়ে আনা খাদ্যের সাথে ব্যবহার ইনটিমেট সেবনের উপর খাদ্য গ্রহনের তেমন প্রভাব নেই ।

বয়স্ক রোগীর ক্ষেত্রে:

৬৫ বছরের অধিক বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডোজের সমন্বয় করার প্রয়োজন নেই।

বিরূপ প্রতিক্রিয়া:

নাইট্রেটস নাইট্রেট ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশনা রয়েছে। ক্লিনিকাল ফার্মাকোলজির গবেষণা থেকে দেখা গেছে, ইনটিমেট” নাইট্রেট গ্রহণকারী রোগীর ক্ষেত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করে । হাইপারসেনসিটিভিটি রিএকশন যে সমস্ত রোগী টাডালাফিল এর প্রতি মারাত্মক হাইপারসেনসিটিভিটি প্রদর্শন করে তাদের ক্ষেত্রে ইনটিমেট’ নিষিদ্ধ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

শারীরিক-হাইপারসেনসিটিভিটি রিএকশন যার মধ্যে রয়েছে, র্যাশ, আরটিকারিয়া, ফেশিয়াল, ইডিমা, স্টেভেনস-জনসন সিনড্রম এবং এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস।

কার্ডিওভাসকুলার এবং সেরিব্রোভাসকুলার- মায়োকার্ডিয়াল ইনফ্রাকসন, সাডেন কার্ডিয়াক ডেথ, আনস্ট্যাবল এনজিনা পেকটোরিস, ভেনট্রিকুলার এরিথমিয়া, স্ট্রোক, ট্রানসিয়েন্ট ইস্কেমিক এটাকস, চেষ্ট পেইন, পালপিটেশনস এবং ট্র্যাকিকার্ডিয়া দেখা দিতে পারে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে এইসব ইভেন্টগুলো হতে পারে তাদের পূর্ব হতেই কার্ডিওভাসকুলার ঝুঁকি ছিল।

হাইপোটেনশন (হাইপারটেনিসিভ এজেন্ট এর সাথে টাডালাফিল নিলে রোগীদের সাধারণত এটি হয়ে থাকে), সাইনকোপ। ত্বক এবং সাবকিউটেনিয়াস টিস্যু- হাইপারহাইড্রোসিস (ঘাম ঝরা ) গ্যাসট্রোইনটেসটিনাল- পেট ব্যথা এবং গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ।

নাতাস সিস্টেম- মাইগ্রেন, ট্রানসিয়েন্ট গোবাল এমনেসিয়া । রেসপিরেটোরি সিস্টেম- ইপিস্টেক্সিস (নাক দিয়ে রক পড়া)। স্পেশিয়াল সেনসেস- ব্লার্ড ভিশন, নিউরোপ্যাধি, রেটিনাল ভেইন অঙ্কুশন, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার:

ইনটিমেট নবজাতক, শিশু অথবা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

সতর্কতা:

ইনটিমেট” প্রেসক্রাইব করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়া উচিত। রোগীর কার্ডিওভাসকুলার স্ট্যাটাস, অন্য ওষুধের সাথে ইন্টার‍্যাকশন (নাইট্রেটস, আলফ-ব্লকার, এন্টি- হাইপারটেনসিভ এবং CYP3A4 এর ইনহিবিটরস) এবং অ্যালকোহল পান, হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা, হঠাৎ শ্রবণ শক্তি হারিয়ে ফেলা, রেনাল ইনসাফিসিয়ান্সি এবং হেপাটিক ইমপেয়ারমেন্ট।

 

 

সরবরাহ:

ইনটিমেট ৫ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪টি ট্যাবলেট।

ইনটিমেট ‘ ১০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪টি ট্যাবলেট

ইনটিমেট’ ২০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ৪টি ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Exit mobile version