Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য

Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ইভাব্রাডিন হাইড্রোক্লোরাইড আই এন এন যা ইভাব্রাডিন ৫ মি.গ্রা. এর সমতুল্য ট্যাবলেট এবং ইভারাডিন হাইড্রোক্লোরাইড আই এন এন যা ইভাব্রাডিন ৭.৫ মি.গ্রা. এর সমতুল্য ট্যাবলেট।

 

 

নির্দেশনা ও ব্যবহারবিধি:

ইভাব্রাডিন করোনারী আর্টারী রোগে আক্রান্ত রোগী যাদের সাইনাসের ছন্দ স্বাভাবিক তাদের ক্ষেত্রে ক্রণিক স্ট্যাবল এনজিনার উপসর্গ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়।

এটি নির্দেশিত হয়: যে সব রোগী বিটা-ব্লকার সহ্য করতে পারে না অথবা যাদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতি নির্দেশিত যে সব রোগীদের বিটা-ব্লকার দিয়ে এনজিনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তাদেরকে বিটা-বকারের সাথে কম্বিনেশন হিসেবে দেয়া যেতে পারে এবং যাদের হৃদস্পন্দনের হার ৬০ বি পি এম এর বেশি।

মাত্রা ও প্রয়োগ বিধিঃ

ইফব্রোডিন এর প্রারম্ভিক মাত্রা ৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার যা পরবর্তীতে ৩-৪ সপ্তাহ চিকিৎসার পর বৃদ্ধি করে ৭.৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার করে দেয়া যেতে পারে।

ইভব্রাডিন এর স্বাভাবিক মাত্রা হল একটি করে ট্যাবলেট দিনে ২ বার সকালে ও রাতে খাবার সময় যদি বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের হার ৫০ বি পি এম এর নিচে নেমে যায় বা ব্রাডিকার্ডিয়া সম্পর্কিত উপসর্গ দেখা দেয় তখন এর মাত্রা কমিয়ে ২.৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার (৫ মি.গ্রা. ট্যাবলেটের অর্ধেক দৈনিক ২ বার) এ নিয়ে আসতে হবে।

যদি হৃদস্পন্দনের হার ৫০ বি পি এম এর নিচে থাকে অথবা ব্রাডিকার্ডিয়ার উপসর্গ অক্ষুন্ন থাকে তবে চিকিৎসা বন্ধ রাখতে হবে। বয়ঃবৃদ্ধ: নিম্ন মাত্রা বিবেচনা করতে হবে (২.৫ মি.গ্রা. দৈনিক ২ বার) বৃক্কীয় অপর্যাপ্ততা: যে সব রোগীদের ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স ১৫ মি.লি./মিনিট এর কম তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।

যকৃতের বিকলতা: মাঝারী ধরনের বিকলতার ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তীব্র বিকলতার ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। শিশু ও কিশোরদের ক্ষেত্রে: নির্দেশিত নয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতিনির্দেশনা:

যাদের ইডব্রাডিন বা এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে, যাদের বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের হার ৬০ বি পি এম এর নিচে, কার্ডিওজেনিক শক, একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তীব্র নিম্ন রক্তচাপ (৫০/৫০ মি.লি. মার্কারি), যকৃতের তীব্র অপর্যাপ্ততা, সাইনাসের অসুস্থ্যতার লক্ষণ,

সিনো- অ্যাট্রিয়াল বক, হার্ট ফেইলিওর, পেস মেকার এর উপর নির্ভরশীলতা, আনস্ট্যাবল এনজিনা, ৩য় শ্রেণীর এ-ভি বক আছে এবং শক্তিশালী সাইটোক্রম পি-৪৫০ ৩ এ ৪ ইনহিবিটর (যেমন- অ্যাজল এন্টিফাংগালস্, ম্যাক্রোলাইড এন্টিবায়োটিকস্, এইচআইভি প্রটিয়োজ ইনহিবিটরস্) এর সাথে দেয়া যাবে না।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

যে সব ওষুধ ওয়েভ প্রলম্বিত ব্যবহার নির্দেশিত ন তাদের কার্ডিওভাসকুলার QT- ওয়েত প্রলম্বনকারী ওষুধ (যেমন- কুইনিডিন, ডাইসোপাইরামাইড, পেপ্রিডিল, সোটালল, ইবুটিলাইড, এমিওডারন)।

কার্ডিওভাসকুলার QT- ওয়েভ প্রলম্বনকারী ওষুধ (যেমন- পিমোজাইড, জিগ্রাসিডোন, সারটিনডোল, সেকলোফুইল, হ্যালোকেশট্রেশ, পেনটানিডিন, সিসাপ্লাইড, আইভি ইরাইথ্রোমাইসিন) ইভাব্রাডিন এর সাথে কার্ডিওভাসকুলার ও নন- কার্ডিওভাসকুলার QT- ওয়েভ প্রলম্বনকারী ওষুধ এর ব্যবহার পরিহার করতে হবে কারণ হৃদস্পন্দনের হার কমার কারনে QT- ওয়েত প্ৰলখন খারাপের দিকে যেতে পারে ।

পার্শ্ব প্রতিক্রিয়া:

দৃষ্টি সম্বন্ধীয় রোগ লক্ষণ, ঝাপসা দৃষ্টি, ব্রাডিকার্ডিয়া, ১ম শ্রেণীর এ-ডি বক, ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টুল, মাথাব্যথা, ঝিমঝিমভাব দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায়: গর্ভবতী মহিলাদের উপর ইডব্রাডিন এর কোনো তথ্য পাওয়া যায়নি। তাই গর্ভাবস্থায় এটি প্রতিনির্দেশিত। স্তন্যদানকালে ইভব্রোডিন প্রাণী দেহে দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকালে এর ব্যবহার বন্ধ রাখা উচিত।

 

 

সরবরাহ:

ইভানর” ৫ ট্যাবলেট। প্রতি বাক্সে আছে ১ x 10 টি ফিল্ম কোটেড ট্যাবলেট। ইভানর” ৭.৫ ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ১ × ১০ টি ফিল্ম কোটেড ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Exit mobile version