আমাদের আজকের আলোচনার বিষয় Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Ivanor ইভানর ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
ইভাব্রাডিন হাইড্রোক্লোরাইড আই এন এন যা ইভাব্রাডিন ৫ মি.গ্রা. এর সমতুল্য ট্যাবলেট এবং ইভারাডিন হাইড্রোক্লোরাইড আই এন এন যা ইভাব্রাডিন ৭.৫ মি.গ্রা. এর সমতুল্য ট্যাবলেট।
নির্দেশনা ও ব্যবহারবিধি:
ইভাব্রাডিন করোনারী আর্টারী রোগে আক্রান্ত রোগী যাদের সাইনাসের ছন্দ স্বাভাবিক তাদের ক্ষেত্রে ক্রণিক স্ট্যাবল এনজিনার উপসর্গ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়।
এটি নির্দেশিত হয়: যে সব রোগী বিটা-ব্লকার সহ্য করতে পারে না অথবা যাদের ক্ষেত্রে এর ব্যবহার প্রতি নির্দেশিত যে সব রোগীদের বিটা-ব্লকার দিয়ে এনজিনা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তাদেরকে বিটা-বকারের সাথে কম্বিনেশন হিসেবে দেয়া যেতে পারে এবং যাদের হৃদস্পন্দনের হার ৬০ বি পি এম এর বেশি।
মাত্রা ও প্রয়োগ বিধিঃ
ইফব্রোডিন এর প্রারম্ভিক মাত্রা ৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার যা পরবর্তীতে ৩-৪ সপ্তাহ চিকিৎসার পর বৃদ্ধি করে ৭.৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার করে দেয়া যেতে পারে।
ইভব্রাডিন এর স্বাভাবিক মাত্রা হল একটি করে ট্যাবলেট দিনে ২ বার সকালে ও রাতে খাবার সময় যদি বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের হার ৫০ বি পি এম এর নিচে নেমে যায় বা ব্রাডিকার্ডিয়া সম্পর্কিত উপসর্গ দেখা দেয় তখন এর মাত্রা কমিয়ে ২.৫ মি.গ্রা. ট্যাবলেট দৈনিক ২ বার (৫ মি.গ্রা. ট্যাবলেটের অর্ধেক দৈনিক ২ বার) এ নিয়ে আসতে হবে।
যদি হৃদস্পন্দনের হার ৫০ বি পি এম এর নিচে থাকে অথবা ব্রাডিকার্ডিয়ার উপসর্গ অক্ষুন্ন থাকে তবে চিকিৎসা বন্ধ রাখতে হবে। বয়ঃবৃদ্ধ: নিম্ন মাত্রা বিবেচনা করতে হবে (২.৫ মি.গ্রা. দৈনিক ২ বার) বৃক্কীয় অপর্যাপ্ততা: যে সব রোগীদের ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স ১৫ মি.লি./মিনিট এর কম তাদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে।
যকৃতের বিকলতা: মাঝারী ধরনের বিকলতার ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তীব্র বিকলতার ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত। শিশু ও কিশোরদের ক্ষেত্রে: নির্দেশিত নয়।
প্রতিনির্দেশনা:
যাদের ইডব্রাডিন বা এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে, যাদের বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের হার ৬০ বি পি এম এর নিচে, কার্ডিওজেনিক শক, একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তীব্র নিম্ন রক্তচাপ (৫০/৫০ মি.লি. মার্কারি), যকৃতের তীব্র অপর্যাপ্ততা, সাইনাসের অসুস্থ্যতার লক্ষণ,
সিনো- অ্যাট্রিয়াল বক, হার্ট ফেইলিওর, পেস মেকার এর উপর নির্ভরশীলতা, আনস্ট্যাবল এনজিনা, ৩য় শ্রেণীর এ-ভি বক আছে এবং শক্তিশালী সাইটোক্রম পি-৪৫০ ৩ এ ৪ ইনহিবিটর (যেমন- অ্যাজল এন্টিফাংগালস্, ম্যাক্রোলাইড এন্টিবায়োটিকস্, এইচআইভি প্রটিয়োজ ইনহিবিটরস্) এর সাথে দেয়া যাবে না।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
যে সব ওষুধ ওয়েভ প্রলম্বিত ব্যবহার নির্দেশিত ন তাদের কার্ডিওভাসকুলার QT- ওয়েত প্রলম্বনকারী ওষুধ (যেমন- কুইনিডিন, ডাইসোপাইরামাইড, পেপ্রিডিল, সোটালল, ইবুটিলাইড, এমিওডারন)।
কার্ডিওভাসকুলার QT- ওয়েভ প্রলম্বনকারী ওষুধ (যেমন- পিমোজাইড, জিগ্রাসিডোন, সারটিনডোল, সেকলোফুইল, হ্যালোকেশট্রেশ, পেনটানিডিন, সিসাপ্লাইড, আইভি ইরাইথ্রোমাইসিন) ইভাব্রাডিন এর সাথে কার্ডিওভাসকুলার ও নন- কার্ডিওভাসকুলার QT- ওয়েভ প্রলম্বনকারী ওষুধ এর ব্যবহার পরিহার করতে হবে কারণ হৃদস্পন্দনের হার কমার কারনে QT- ওয়েত প্ৰলখন খারাপের দিকে যেতে পারে ।
পার্শ্ব প্রতিক্রিয়া:
দৃষ্টি সম্বন্ধীয় রোগ লক্ষণ, ঝাপসা দৃষ্টি, ব্রাডিকার্ডিয়া, ১ম শ্রেণীর এ-ডি বক, ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টুল, মাথাব্যথা, ঝিমঝিমভাব দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভাবস্থায়: গর্ভবতী মহিলাদের উপর ইডব্রাডিন এর কোনো তথ্য পাওয়া যায়নি। তাই গর্ভাবস্থায় এটি প্রতিনির্দেশিত। স্তন্যদানকালে ইভব্রোডিন প্রাণী দেহে দুধের সাথে নিঃসৃত হয়। তাই স্তন্যদানকালে এর ব্যবহার বন্ধ রাখা উচিত।
সরবরাহ:
ইভানর” ৫ ট্যাবলেট। প্রতি বাক্সে আছে ১ x 10 টি ফিল্ম কোটেড ট্যাবলেট। ইভানর” ৭.৫ ট্যাবলেট : প্রতি বাক্সে আছে ১ × ১০ টি ফিল্ম কোটেড ট্যাবলেট।
আরও দেখুনঃ