Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Evit Licap ইভিট লিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

Evit Licap ইভিট লিক্যাপ

আমাদের আজকের আলোচনার বিষয় Evit Licap ইভিট লিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Evit Licap ইভিট লিক্যাপ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ভিটামিন-ই (আলফা টোকোফেরাইল এসিটেট বিপি হিসেবে) ২০০ মি.গ্রা. ও ৪০০ মি.গ্রা. লিক্যাপ।

 

 

নির্দেশনা :

খাদ্যে সম্পূরক হিসাবে অস্ত্র হতে ভিটামিন ই অপর্যাপ্ত শোষণের কারণে, দেহে ভিটামিন ই এর অভাব পূরণে। খাবারের সহিত পলিআনস্যাচুরেটেড ফ্যাটি এসিড অধিক পরিমানে গ্রহণ করার জন্য অধিক ভিটামিন ই এর প্রয়োজনীয়তা পূরণে। ত্বক ও চুলের সৌন্দর্য বর্ধনে। এন্টিঅক্সিডেনট হিসেবে। ভিটামিন ই এর অভাজনিত হিমোলাইটিক এ্যানিমিয়ার চিকিৎসায়।

মাত্রা ও ব্যবহার বিধি :

হৃদযন্ত্রের সুস্থ্যতায় 800 মি.গ্রা. -৮০০ মি.গ্রা. প্রতিদিন । পূর্ণবয়স্কদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে ২০০ মি.গ্রা.- ৪০০ মি.গ্রা. প্রতিদিন। শিশুদের ভিটামিন ই এর ঘাটতিজনিত রোগে ২০০ মি.গ্রা. প্রতিদিন ।

থ্যালাসেমিয়া : ৮০০ মি.গ্রা. প্রতিদিন । সিকল-সেল এ্যানিমিয়া : ৪০০ মি.গ্রা প্রতিদিন। চুলের সমস্যায় ২০০ মি.গ্রা. ৪০০ মি.গ্রা. প্রতিদিন (সৌন্দর্য বর্ধনে বাহ্যিক ব্যবহারও অনুমোদিত)। বয়স্কদের ঠান্ডাজনিত সমস্যায় : ২০০ মি.গ্ৰা. প্রতিদিন ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

তেমন কোন অনুপযোগিতা নেই।

পার্শ্ব প্রতিক্রিয়া :

১ গ্রাম অপেক্ষা বেশি মাত্রায় সেবনে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া: যেমন- উচ্চরক্তচাপ, ক্লান্তিবোধ ডায়রিয়া এবং মায়োপ্যাথি দেখা দিতে পারে। ড্রাগ ইন্টারএ্যাকশন : ভিটামিন ই ব্যবহারে ভিটামিন এ এবং ভিটামিন কে এর বিশেষণ বিঘ্নিত হয় এবং ওয়ারফেরিনের কার্যক্ষমতা ত্বরান্বিত হয়।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার :

ভিটামিন ই শিশুদের জন্য নিরাপদ ।

গর্ভাবসস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার :

সাধারণ নির্দেশিত মাত্রায় ভিটামিন ই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ। অতি মাত্রায় এর ব্যবহার এখনও প্রতিষ্ঠিত নয়।

 

 

সরবরাহ :

ইভিট” ২০০ লিক্যাপ : ৩ x ১০ টি। ইভিট ৪০০ লিক্যাপ ৩ x ১০ টি।

 

আরও দেখুনঃ

Exit mobile version