Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ইভেনটি° ৪০০ আইডি: ২৫০ মি.লি. জীবাণুমুক্ত সলিউশনে আছে মক্সিফ্লক্সাসিন ৪০০ মি.গ্রা. মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে।

নির্দেশনা:

প্রাপ্ত বয়স্ক (ও ১৮ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে সংক্রমণ ঘটাতে পারে এমন সংবেদনশীল জীবাণুগুলোর মাধ্যমে সংঘঠিত নিম্নলিখিত উপসর্গে মক্সিফক্সাসিন নির্দেশিত-

* অ্যাকিউট ব্যাকটেরিয়াল সাইনুসাইটিস

*অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রণিক ব্রঙ্কাইটিস

* কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া

• ত্বক ও ত্বকের গঠনতন্ত্রে সংক্রমণ: জটিল ও অজটিল ইন্ট্রা-এবডোমিনাল সংক্রমণ

মাত্রা ও ব্যবহারবিধি:

মক্সিফক্সাসিন এর মাত্রা দিনে ১ বার ৪০০ মি.গ্রা. (মুখে সেব্য অথবা আই ভি ইনফিউশন), চিকিৎসার সময়কাল ইনফেকশনের ধরনের উপর নির্ভরশীল যা নিম্নলিখিত ছকে নির্দেশিত-

Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য

Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য

 

ইভেনটি ৪০০ আইভি শিরাপথে চিকিৎসার ক্ষেত্রে ধীরে ধীরে ৬০ মিনিট ধরে প্রয়োগ করতে হবে। একসাথে অধিক পরিমাণ অথবা দ্রুত প্রয়োগ করা যাবে না।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগন্যান্সি ক্যাটাগরি -সি । যেহেতু গর্ভবর্তী মহিলাদের উপর পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা চালানো হয়নি, ক্রণ ও মায়ের উপর ক্ষতির চেয়ে উপকার বেশি না হলে মক্সিফ্লক্সাসিন ব্যবহার করা উচিত নয়।

শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এবং ১৮ বছর বয়সের নিচের কিশোরদের ক্ষেত্রে এ ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। বয়স্কদের ক্ষেত্রো ফ্লুরোকুইনোলোন (যেমন- মক্সিফ্লক্সাসিন) সেবনে বয়স্ক রোগীদের ক্ষেত্রে টেন্ডন সংক্রান্ত তীব্র জি তৈরির ঝুঁকি বৃদ্ধি পায় এমনকি টেন্ডন ছিড়েও যেতে পারে। যে সকল রোগী মক্সিফ্লক্সাসিনের সাথে সাথে কর্টিকোস্টেরয়েডও সেবন করেন তাদের ক্ষেত্রে এ ঝুঁকি আরো বৃদ্ধি পায়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

মক্সিফ্লক্সাসিন (মুখে সেব্য বা শিরাপথে ব্যবহার অথবা একই সাথে প্রয়োগের ক্ষেত্রে) চিকিৎসায় কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার (১%) মধ্যে রয়েছে মাথাধরা, বমি, ডায়রিয়া, কোষ্টকাঠিন্য, পেট ব্যথা, ঝিমুনিভাব এবং নির্ঘুম।

কিছু ক্ষেত্রে (০.১ থেকে ১%) রক্তে শ্বেত রক্ত কণিকার অভাব, বুক ধড়ফড় করা, হৃদ স্পন্দনের অস্বাভাবিক বৃদ্ধি, হৃদস্পন্দনের হ্রাস, মাথা ঘোরা, টিনিটাস (কানের মধ্যে শব্দ হওয়া যা অন্যেরাও শুনতে পায়),

মুখ শুষ্ক হওয়া, পাকস্থলী প্রদাহ, ইডিমা, অসুস্থতাবোধ, রক্তে গ্লুকোজের আধিক্য, ক্ষুধামন্দা, রক্তে লিপিডের আধিক্য, রক্তে গ্লুকোজের স্বা পানি স্বল্পতা, পিঠে ব্যথা, সন্ধিতে ব্যথা ইত্যাদি।

প্রতিনির্দেশনা:

মক্সিফ্লক্সাসিন বা অন্যান্য কুইনোলনে অতি সংবেদনশী রোগীদের ক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন প্রতিনির্দেশিত।

অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

শিরাপথে ফ্লুরোকুইনোলোন চিকিৎসার সাথে মুখে সেব্য এন্টাসিড, সুালফেট, মাল্টিভিটামিন, ডিস্কানোসিন অথবা ধাতব আয়রণের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। এরপরও কোন ফ্লুরোকুইনোলোনই বহুযোজী ধাতব আয়ন (যেমন- ম্যাগনেসিয়াম) সম্বলিত সলিউশনের সাথে একই শিরাপথে ব্যবহার করা উচিত নয়।

 

Iventi IV ইভেনটি আইভি ওষুধের যাবতীয় তথ্য

 

কুইনোলোন এমনকি মক্সিফ্লক্সাসিনও ওয়ারফেরিনের বা এর উপজাতের এন্টিকোয়াগুলেন্ট প্রভাবকে বাড়িয়ে দেয়। মক্সিফ্রক্সাসিনের ক্লিনিক্যাল এবং প্রি- ক্লিনিক্যাল পর্যবেক্ষণের ক্ষেত্রে পরিলক্ষিত না হলেও কুইনোলন ও নন-স্টেরয়েডাল এন্টি-ইনফ্লামেটরি ওষুধের সহলয়োগে কেন্দ্রীয় প্লাতন্ত্রের উত্তেজ এবং কিমুনি হতে পারে।

মানবদেহে মক্সিফ্লক্সাসিন এবং অন্য ওষুধের প্রতিক্রিয়ায় ইলেকট্রাকার্ডিওগ্রাম শ্রেণী-III এর QTc, বিরতির দীর্ঘায়ন সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়। সেটাগোল যা কিনা . অ্যারিথমেটিক এর সাথে উচ্চ মাত্রার মক্সিফ্লক্সাসিনের শিরাপথে প্রয়োগে কুকুরের ক্ষেত্রে QTC, বিরতির দীর্ঘায়ন পরিলক্ষিত হয়। একারণে মক্সিফ্লক্সাসিনের সাথে শ্ৰেণী:IA এবং শ্রেণী- III এন্টি-অ্যারিথমেটিক এর সহপ্রয়োগ বর্জনীয়।

সরবরাহ:

ইভেনটি ৪০০ আইভি: বাক্সে রক্ষিত ব্যাগে আছে শিরাপথে ইনফিউশন হিসেবে প্রয়োগের জন্য ২৫০ মি.লি. জীবাণুমুক্ত সলিউশন।

 

আরও দেখুনঃ

Leave a Comment