Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Isovent ইসোভেন্ট ওষুধের যাবতীয় তথ্য

Isovent ইসোভেন্ট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Isovent ইসোভেন্ট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Isovent ইসোভেন্ট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

মিসোপ্রোসটল ২০০ ও ৬০০ মাইক্রোগ্রাম ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

আলসাররোধী নির্দেশনা ইসোভেন্ট” (মিসোপ্রোসটল) NSAID জনিত গ্যাস্ট্রিক আলসার- এর ঝুঁকি কমাতে নির্দেশিত, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসারের জটিলতার ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে, যেমন- বয়স এবং অন্য কোন রোগের কারণে দুর্বল রোগী।

এছাড়া যাদের আলসারের পূর্ব ইতিহাস আছে, সেসব গ্যাস্ট্রিক আলসার হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রেও নির্দেশিত। NSAID থেরাপী চলাকালীন সময়েই মিসোপ্রোসটল নেয়া উচিত। NSAID ব্যবহারজনিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বাথায় মিসোপ্রোসটলের কোন ভূমিকা নেই। প্রসবকালীন নির্দেশনা এসব ত্বরান্বিতকরণ (অসুবিধাজনক সারভাইকাল কন্ডিশনে), প্রসব পরবর্ত রক্তপাত প্রতিরোধ ও চিকিৎসায়।

মাত্রা ও ব্যবহার বিধি :

আলসাররোধী মাত্রা : প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এন. এস. এ. আই.ডি. জাতি গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমাতে ইসোভেন্ট’ (মিসোপ্রোসটল) ট্যাবলেটের নির্দেশিত মৌখিক ডোজ হচ্ছে ২০০ মাইক্রোগ্রাম দিনে ৪ বার খাবারের সাথে।

যদি সহনীয় না হয় সেক্ষেত্রে ১০০ মাইক্রোগ্রাম ডোজ গ্রহণ করা যেতে পারে। ইসোডেন্ট” (মিসোপ্রোসটল) NSAID থেরাপী চলাকালীন সময়েই চিকিৎসকের নির্দেশমতো গ্রহণ উচিত।

ইসোডেন্ট’ (মিসোপ্রোসটল) খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং দিনের শেষ ডোজাটা হওয়া উচিত বিছানায় শোবার সময়। দূর্বল বৃত্তের ক্ষেত্রে: দুর্বল কৃষ্ণের রোগীদের ক্ষেত্রে মাত্রা এবং প্রয়োগসূচীতে পরিবর্তন আনার প্রয়োজন পড়ে না, তবে যদি সহ্য না হয়, সেক্ষেত্রে ডোজ কমানো যেতে পারে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রসবকালীন মাত্রা :

২৫ মাইক্রোগ্রাম যোনীপথে ৬ ঘন্টা পরপর বা মাইক্রোগ্রাম মুখে খেতে হবে ৪ ঘন্টা পরপর। প্রসব পরবর্তী রক্তপাত প্রতিরোধে ৪০০ মাইক্রোগ্রাম থেকে ৬০০ মাইক্রোগ্রাম মুখে বা পায়ূপথে শিশু প্রসবের অব্যবহিত পরেই। এসব পরবর্তী রক্তপাত চিকিৎসায় ১০০০ মাইক্রোগ্রাম পায়ূপথে অথবা ২০০ মাইক্রোগ্রাম মুখে খাওয়ার পাশাপাশি ৪০০ মাইক্রোগ্রাম জিহ্বার নীচে।

পার্শ্ব প্রতিক্রিয়া :

গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল : এই ওষুধটি ডায়রিয়া এবং অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা ঘটাতে পারে। ডায়রিয়ার ঘটনা কমানোর জন্য ইসোভেন্ট’ ট্যাবলেট খাবারের সাথে গ্রহণ করতে হবে এবং ম্যাগনেসিয়াম এন্টাসিড একই সাথে গ্রহণ করা এড়াতে হবে।গাইনিকোলজিক্যা গাইনিকোলজিক্যাল সমস্যা যেমন- স্পটিং জাম্প, হাইপারমেনোরিয়া, মাসিকজনিত সমস্যা এবং ডিসমেনোরিয়া হতে পারে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

NSAID জনিত আলসারের ঝুঁকি কমাতে গর্ভবতী মহিলাদের মিসোপ্রোসটল দেখা উচিত নয়। প্রোস্টাগান্তিন-এর প্রতি এলার্জি আছে এমন কারো মিসোপ্রোসটল নেয়া উচিত নয়। যেসব ক্ষেত্রে উচ্চ রক্তচাপজনিত জটিলতা (যেমন-সেরেব্রোভাসকিউলার এবং কার্ডিওভাসকিউলার রোগ) ঘটাতে পারে সেসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

কার্ডিয়াক, পালমোনারী NSAID র সাথে মিসোপ্রোসটলের ক্লিনিক্যালি তাৎপর্যপূর্ণ আন্তঃক্রিয়ার কোন প্রমাণ নেই। উচ্চ ডোজের এন্টাসিড মিলোগোসলের বায়ো একেইলিবিলিটি হ্রাস করে।

 

 

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে মিসোপ্রোসটল প্রতিনির্দেশিত। গর্ভবতী হতে পারে এমন মহিলাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করা উচিত নয়, যদি না উষ্ণ রোগীর এন, এস, এ, আই,ডি, থেরাপী প্রয়োজন হয় এবং অনুরূপ ওষুধি গ্যাস্ট্রিক আলসারের উচ্চ ঝুঁকি থাকে।

সরবরাহ :

ইসোভেন্ট” ২০০ ট্যাবলেট : ৩০ টি। ইসোভেন্ট” ৬০০ ট্যাবলেট : ১০ টি।

 

আরও দেখুনঃ

Exit mobile version