AmCivit এমসিভিট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় AmCivit এমসিভিট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

AmCivit এমসিভিট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতি ৫ মি.লি. এমসিভিট সিরাপে আছে এমরিকা অফিসিনালিস ৩.০৩ মি.লি. এবং পাইপার লংগাম ০.১২ গ্রাম এর নির্যাস।

 

AmCivit এমসিভিট ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা এবং ব্যবহার:

এমসিভিট ভিটামিন সি স্বল্পতা, স্কার্ভি ও রক্তাল্পতা রোগে নির্দেশিত। এছাড়া এটি এন্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়, বার্ধক্য রোধ করে, চুল পাকা বন্ধ করে এবং হৃদযন্ত্র ও রক্তনালীর স্বাভাবিক ক্রিয়ার জন্য খুবই উপযোগী।

এছাড়া ইন্‌ফেকশন, পোঁড়া ও ক্ষতপূরণ, ট্রমা ও ফ্র্যাকচার চিকিৎসায় উপকারী। এটি ফুসফুসের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে বিধায় ঠান্ডাকাশি, শ্বাসকষ্ট ও ব্রংকাইটিসে বিশেষভাবে নির্দেশিত এছাড়া এমসিভিট® গাউটের আক্রমন কমায় ।

মাত্রা ও ব্যবহার বিধি:

১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ১ চা চামচ (৫ মি.লি.) দিনে ২ বার । প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেঃ ১ ২ চা চামচ (৫ ১০ মি.লি.) দিনে ২ – ৩ বার অথবা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব-প্রতিক্রিয়া:

এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

এখন পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না ।

গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:

গর্ভাবস্থায় এমসিভিট সেবনে কোন ক্ষতিকর তথ্য জানা নেই।

 

AmCivit এমসিভিট ওষুধের যাবতীয় তথ্য

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

অন্য কোন ওষুধের সাথে প্রতিক্রিয়া হওয়ার তথ্য জানা নাই ।

সতর্কতা:

কিডনি রোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত । সরবরাহ। প্রতিটি পি ই টি বোতলে আছে ১০০ মি.লি. সুস্বাদু ও সুগন্ধযুক্ত এমসিভিট সিরাপ।

 

আরও দেখুনঃ

Leave a Comment