আমাদের আজকের আলোচনার বিষয় Eromycin Lotion এরোমাইসিন লোশন ওষুধের যাবতীয় তথ্য । বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Eromycin Lotion এরোমাইসিন লোশন ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
এরিথ্রোমাইসিন ইউএসপি ৩% ডব্লিউ/ভি অর্থাৎ প্রতি মি.লি. লোশনে আছে ৩০ মি.গ্রা. এরিখে তামাইসিন ইউএসপি।
নির্দেশনা:
এরিথ্রোমাইসিন-এ সংবেদনশীল ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ, ব্রণের চিকিৎসায় ব্যবহার্য।
মাত্রা ও ব্যবহারবিধি
আক্রান্তস্থানে সকাল ও সন্ধ্যায় প্রয়োগ করতে হবে। আক্রান্তস্থানে প্রয়োগের পূর্বে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আঙ্গুলের অগ্রভাগ দিয়ে অথবা সরবরাহকৃত প্রয়োগ যন্ত্র দিয়ে প্রয়োগ করতে হবে। আক্রান্তস্থানে ওষুধটি না ঘষে, আলতোভাবে প্রয়োগ করতে হবে।
ব্যবহার করার পর হাত ভাল করে ধুয়ে ফেলতে হবে। এভাবে মুখমণ্ডল, কাঁধ, বুক ও পিঠের ব্রণের চিকিৎসায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত কৌটা ব্যবহার করা যেতে পারে। প্রতিটি কৌটা একবারই ব্যবহার করা উচিত। ব্যবহারের পরে কৌটা ফেলে দিতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া:
ইরাইথেমা, ডেসকোয়ামেশন, জ্বালাপোড়া, চোখ-জ্বলুনী, টেন্ডারনেস, শুষ্কতা, তৈলাক্ত ত্বক উল্লেখযোগ্য।
বিপরীত নির্দেশনা:
এরিথ্রোমাইসিন বা এই ওষুধের যে সকল উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে।

সতর্কতাঃ
শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখুন ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:
গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশী হলে তবেই ব্যবহার করা যেতে পারে। এরিথ্রোমাইসিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার:
১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।
সুপারইনফেকশন:
এন্টিবায়োটিকের (বিশেষত দীর্ঘ সময়ব্যাপী অথবা পুনরাবৃত্ত চিকিৎসার ক্ষেত্রে) ব্যবহারের ফলে অসংবেদনশীল ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের অতিবৃদ্ধি হতে পারে। এ ধরনের অতিবৃদ্ধির ফলে গৌণ প্রদাহের সূচনা হতে পারে। যদি সুপার ইনফেকশন ঘটে তাহলে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
ক্লিনডামাইসিনের সাথে এরিথ্রোমাইসিন এর ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়।
সরবরাহ:
এরোমাইসিন” লোশন: প্রতিটি বোতলে রয়েছে ২৫ মি.লি. লোশন । সঙ্গে রয়েছে একটি জালিযুক্ত ছিপি ও একটি সংরক্ষণ ছিপি।
আরও দেখুনঃ