Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Atreon এ্যাট্রিওন ওষুধের যাবতীয় তথ্য

Atreon এ্যাট্রিওন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Atreon এ্যাট্রিওন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Atreon এ্যাট্রিওন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

অ্যাট্রিওনTM ৫০০: অ্যাজট্রিওনাম ৫০০মি.গ্ৰা. এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজট্রিওনাম ইউএসপি (বাফার হিসেবে আরজিনিন যুক্ত)। অ্যাট্রিওনTM ১ গ্রাম: অ্যাজট্রিওনাম ১ গ্রাম এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজট্রিওনাম ইউএসপি (বাফার হিসেবে আরজিনিন যুক্ত)। অ্যাট্রিওনTM ২ গ্রাম: অ্যাজট্রিওনাম ২ গ্রাম এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজট্রিওনাম ইউএসপি (বাফার হিসেবে আরজিনিন যুক্ত)।

সুস্থ ব্যক্তিদের উপর ৩ মিনিট ধরে ৫০০ মি.গ্রা., ১ গ্রাম এবং ২ গ্রাম আইভি ইঞ্জেকশন দেয়ার পরে সর্বোচ্চ প্লাজমা লেভেল যথাক্রমে ৫৮, ১২৫ এবং ২৪২ মি.গ্রা./লিটার পাওয়া যায়। আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ প্লাজমা লেভেল ১ ঘন্টার মধ্যে অর্জিত হয়।

আই এম / আইভি উভয় ক্ষেত্রেই স্বাভাবিক বৃক্কীয় কার্যক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাজট্রিওনাম এর গড় অর্ধায় ১.৭ ঘন্টা । সুস্থ্য ব্যক্তিদের ক্ষেত্রে আইএম/আইভি ইঞ্জেকশনের ৬০-৭০%, ৮ ঘন্টার মধ্যে মূত্রে নিষ্কাশিত হয় এবং এ নিষ্কাশন ১২ ঘন্টার মধ্যে সম্পন্ন হয়।

 

 

নির্দেশনা:

নিম্নোক্ত এ্যারোবিক, গ্রাম নেগেটিভ জীবাণু দ্বারা সংঘটিত সংক্রমণ সমূহে অ্যাট্রিওন’ নির্দেশিত- মূত্রনালীর সংক্রমণ: পাইলোনেফ্রাইটিস, সিসটাইটিস (একিউট ও ক্রনিক) এবং এসিমটোমেটিক ব্যাকটেরিউইরিয়া (এমাইনোগ্লাইকোসাইড, সেফালোস্পোরিন অথবা পেনিসিলিন প্রতিরোধক জীবাণুর ক্ষেত্রে)। গনোরিয়া: তীব্র, অজটিল ইউরোজেনিটাল অথবা এনোরেকটাল সংক্রমণ এর ক্ষেত্রে।

নিম্ন শ্বসনতন্ত্রের সংক্রমণ: নিউমোনিয়া, ব্রংকাইটিস, সিটিক ফিব্রোসিস সহ নিম্ন শ্বসনতন্ত্রের সংক্রমণ সমূহে। ত্বক এবং ত্বকীয় কলার সংক্রমণ: অস্ত্রোপচারজনিত ক্ষত, আলসার এবং আগুনে পোড়ার ফলে সৃষ্ট ক্ষত এর ক্ষেত্রে। গাইনোকোলজিকাল সংক্রমণ: পেলভিক ইনফ্লামেটরী ডিজিজ (পিআইডি), এন্ডোমেট্রাইটিস এবং পেলভিক সেলুলাইটিস।

ইন্ট্রা-এবডোমিনাল সংক্রমণ: পেরিটোনাইটিস। নিউমোনিয়া, সিউডোমোনাস ওরিজিনোসা, ব্যাকটেরিমিয়া/সেপটিসেমিয়া: ই-কোলি, ক্লেবসিয়েলা প্রোটিয়াস মিরাবিলিস, সিরাশিয়া মারসিশেনস এবং এন্টেরোব্যাকটার প্রভৃতি প্রজাতি দ্বারা সংক্রমিত সেপটিসেমিয়ার ক্ষেত্রে। অস্থি এবং অস্থিসন্ধির সংক্রমণ: অস্টিওমাইলাইটিস, সেপটিক আথ্রাইটিস।

অ্যাজটিওনাম অস্ত্রোপচারের ফলে সংক্রমিত জীবানু দ্বারা গঠিত সংক্রমণ নিয়ন্ত্রণে সহযোগী ওষুধ হিসেবে কার্যকর। । সিউডোমোনাস সংক্রমণ এ আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রে অ্যাজট্রিওনাম এবং এমাইনোগ্লাইকোসাইড একত্রে ব্যবহার করলে সিনারজিস্টিক ফল পাওয়া যায়।

মাত্রা ও ব্যবহারবিধি:

প্রাপ্তবয়স্ক: অ্যাজট্রিওনাম এর সাধারণ মাত্রা দৈনিক ৩-৪ গ্রাম (সর্বোচ্চ নির্দেশিত মাত্রা দৈনিক ৮ গ্রাম) । । জীবানু সংক্রমণের তীব্রতা এবং রোগীর অবস্থা অনুযায়ী সঠিক মাত্রা ও ব্যবহারবিধি নির্বাচন করতে হবে। সিউডোমোনাস এরোজিনোসা সংক্রমণের জন্য ২ গ্রাম প্রতি ৬/৮ ঘন্টা হারে ব্যবহার করতে হবে।

শিশু: ১ সপ্তাহের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে ৩০ মি.গ্রা./কেজি/প্রতিবার প্রতি ৬/৮ ঘন্টা পরপর প্রয়োগ করতে হবে। তীব্র সংক্রমণে আক্রান্ত ২ বছর ও তার বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে ৫০ মি.গ্রা./কেজি প্রতিবার প্রতি ৬/৮ ঘন্টা পরপর প্রয়োগ করতে হবে। ১ সপ্তাহের কম বয়সী নবজাতকদের ক্ষেত্রে অ্যাজট্রিওনামের মাত্রা ও সেবনবিধির কোন তথ্য পাওয়া যায়নি।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতিনির্দেশনা:

অ্যাজটিও নাম অথবা এর কোন উপাদান এর প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া:

অ্যাজট্রিওনাম সাধারণত সুসহনীয়। ক্লিনিক্যাল স্টাডি সমূহে নিম্নোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ পাওয়া গিয়েছে-

অতিসংবেদনশীলঃ এনাফাইলেক্সিস, এনজিওইডিমা, ব্রঙ্কোস্পাজম ।

ডারমাটোলজিঃ র‍্যাশ, প্রুরিটাস, প্যাটেচি, পুরপুরা, ডায়াফোরেসিস, ফ্লাশিং, আর্টিকারিয়া, ইরাইথ্রেমা – মাল্টিফোর্মি, টক্সিক এপিডমাল ইসিনোমি কোলাইসিস, এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস।

হেমাটোলজিকঃ [ থ্রম্বোসাইটোসিস, এবং পারশিয়াল থ্রম্বোপ্লাসটিনের সময় বৃদ্ধি, থ্রম্বোসাইটোপেনিয়া,লিউকোসাইটোসিস, নিউট্রোপেনিয়া, অ্যানিমিয়া, পেনসাইটোপেনিয়া ।

হেপাটোবিলিয়ারিঃ হেপাটিক ট্রান্স-এমাইনেজ এবং অ্যালকালাইন ফসফেটেস্ এর মাত্রার সাময়িক বৃদ্ধি।

গ্যাস্ট্রোইনটেস্টিনালঃ ডায়রিয়া, বমি-বমিভাব, বমি, পেটের মাংসপেশীতে টান, মুখের আলসার এবং স্বাদের পরিবর্তন। শিশুদের ক্ষেত্রে পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। খুবই কম ক্ষেত্রে সি. ডিফিসিলি জনিত ডায়রিয়া, সিউডোমেমব্রেনাস কোলাইটিস অথ বা পরিপাকতন্ত্রের রক্তপাতের তথ্য পাওয়া গিয়েছে।

বৃক্কীয়ঃ সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাজট্রিওনাম বৃক্কের কার্যকারিতার পরিবর্তন ঘটায় না।

স্থানীয় প্রতিক্রিয়াঃ আইভি ইঞ্জেকশন প্রয়োগের স্থানে অস্বস্থিভাব এবং ফ্লেবাইটিস হতে পারে। আইএম ইঞ্জেকশন প্রয়োগের স্থানে কিছুটা অস্বস্তিভাব হতে পারে।

মিশ্রঃ নিম্নোক্ত প্রতিক্রিয়াসমূহ খুবই কম দেখা যায়- ভ্যাজাইনাইটিস, ক্যানডিডিয়াসিস, হাইপোটেনশন, মৃগী, দূর্বলতা, পেৱাসথেসিয়া, দ্বিধা, ঝিমুনি, মাথাঘোরা, নির্ঘুমতা, টিনিটাস্, মাথাব্যথা, ব্রেস্ট টেন্ডারনেস্, স্বাদের পরিবর্তন, মাংস পেশিতে টান, জ্বর, অস্বস্তি, হাঁচি এবং নাসারন্ধ্র বন্ধ হওয়া।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

প্রবেনিসিড অথবা ফিউরোসেমাইড ।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারঃ

গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি-বি। অ্যাজটিওনাম প্লাসেন্টা অতিক্রম করে ভ্রুনের রক্ত সঞ্চালনে প্রবেশ করে। তাই ফিটাসের ক্ষতির তুলনায় মায়ের সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসংগত হলেই কেবল অ্যাজটিওনাম ব্যবহার করা যেতে পারে ।

স্তন্যদানকালেঃ

মায়ের সেরামে প্রাপ্ত অ্যাজট্রিওনাম এর ঘণমাত্রার ১% এর ও কম মাত্রায় মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই অ্যাঙ্গট্রিওনাম ব্যবহারের সময় স্তন্যদান করা থেকে সাময়িক বিরতি নিতে হতে পারে । শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ১ সপ্তাহ বা তার চেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে অ্যাজট্রিওনাম নির্দেশিত।

স্বাভাবিক বৃক্কীয় ক্ষমতা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে অ্যাজটিওনাম আইভি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। শিশুদের মাংসপেশিতে প্রয়োগের ব্যাপারে অথবা বৃক্কের সমস্যাজনিত শিশুদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি ।

বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার:

বয়স্কদের ক্ষেত্রে বৃক্কীয় কার্যক্ষমতার উপর নির্ভর করে মাত্রা নির্ধারণ করতে হবে। ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্স এর মাত্রার উপর নির্ভর করে অ্যাজট্রিওনাম এর মাত্রা নির্ণয় করা যেতে পারে।

 

 

সরবরাহ:

অ্যাট্রিওন” ৫০০ঃ প্রতিটি বাক্সে রয়েছে অ্যাজট্রিওনাম ৫০০ মি.গ্রা. এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজটিওনাম ইউএসপি (আরজিনিন যুক্ত ) এর একটি ভায়াল এবং একটি অ্যাম্পুল ৫ মি.লি. ইঞ্জেকশনের উপযোগী পানি।

অ্যাটিওন” ১ গ্রামঃ প্রতিটি বাক্সে রয়েছে অ্যাজটিওনাম ১ গ্রাম এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজট্রিওনাম ইউএসপি (আরজিনিন যুক্ত) এর একটি ভায়াল এবং একটি অ্যাম্পুল ৫ মি.লি. ইঞ্জেকশনের উপযোগী পানি । অ্যাট্রিওন” ২ গ্রাম: প্রতিটি বাক্সে রয়েছে অ্যাজট্রিওনাম ২ গ্রাম এর সমতুল্য ইঞ্জেকশনের উপযোগী অ্যাজট্রিওনাম ইউএসপি (আরজিনিন যুক্ত) এর একটি ভায়াল এবং একটি অ্যাম্পুল ১০ মি.লি. ইঞ্জেকশনের উপযোগী পানি ।

 

আরও দেখুনঃ

Exit mobile version