Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Apsol এ্যাপ্সল ওষুধের যাবতীয় তথ্য

Apsol এ্যাপ্‌সল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Apsol এ্যাপ্সল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Apsol এ্যাপ্সল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

প্রতি গ্রাম পেস্ট এ আছে ৫০ মি. গ্রা. এ্যামলেক্সানক্স আই. এন. এন.

নির্দেশনা :

মুখ গহ্বর এর ক্ষত, আলজিহ্বা সহ গলার উপরের অংশের ক্ষত চিকিৎসায় ব্যবহার যোগ্য ।

 

 

মাত্রা ও ব্যবহারবিধি :

ক্ষত দেখা দেবার পর যত দ্রুত সম্ভব ব্যবহার করতে হবে। দিনে ৪ বার অথবা প্রতিবার খাবার পর মুখ পরিষ্কার করে ব্যবহার করতে হবে। প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে ক্ষতস্থান গুলো শুকিয়ে নিন।

এরপর হাত ভালোভাবে ধুয়ে পেস্ট আঙ্গুলে নিয়ে ক্ষত স্থানের উপর লাগিয়ে নিন। ব্যবহারের পর হাত ভাল করে ধুয়ে ফেলুন। চোখের সংস্পর্শে পেস্ট আসলে চোখ প্রচুর পানি দিয়ে ধুয়ে নিন। ক্ষত সম্পূর্ণ রূপে ভাল না হওয়া পর্যন্ত ব্যবহার করুন। ১০ দিন ব্যবহারে উন্নতি দেখা না গেলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

গর্ভবতী মায়েদের জন্য এ্যাপ্‌সল ব্যবহার করা নিরাপদ তবে ব্যবহার করার পূর্বে তা আসলে প্রয়োজন কিনা তা নির্ধারন করতে হবে। শিশুদের বুকের দুধ খাওয়ান এমন মায়েদের ক্ষেত্রে এ্যাপ্‌সল ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।

শিশুদের ক্ষেত্রে এ্যাপ্‌সল এর ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা হয়নি। এ্যাপ্‌সল বা এর উপাদান সমূহের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্বপ্রতিক্রিয়া :

এ্যাপ্‌সল ব্যবহারে ক্ষত স্থানে সামান্য জ্বালাপোড়া ও ব্যথার অনুভূতি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের ভিতরের আবরনে প্রদাহ, বমিভাব ও ডায়রিয়া হতে পারে।

 

 

সরবরাহ :

এ্যাপ্‌সল TM ওরাল পেস্ট : ৫ গ্রাম।

 

আরও দেখুনঃ

Exit mobile version