Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Almex এ্যালমেক্স ওষুধের যাবতীয় তথ্য

Almex এ্যালমেক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Almex এ্যালমেক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Almex এ্যালমেক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

এ্যালবেনডাজল ৪০০ মি.গ্রা. ট্যাবলেট এবং ২০০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন ।

নির্দেশনা :

কৃমি দ্বারা সংক্রমিত অস্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

 

 

মাত্রা ও ব্যবহার বিধি :

১-২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: অর্ধেক এ্যালমেক্স ৪০০ ট্যাবলেট বা ১ চা চামচ এ্যালমেক্স® সাসপেনশন একক মাত্রায় সেব্য । প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, বক্র কৃমি সংক্রমণ, ট্রাইচুরিয়াসিস-এর চিকিৎসায় সাধারণ মাত্রা ৪০০ মি.গ্রা.।

স্ট্রংগাইলইডিয়াসিস এবং টিনিয়াসিস এর ক্ষেত্রে ৪০০ মি.গ্রা. করে পর পর তিনদিন বয়স্কদের ক্ষেত্রে হাইডাটিড রোগের চিকিৎসায় ৪০০ মি.গ্রা. দিনে দুই বার করে ২৮ দিন সেব্য। সুস্থ না হলে ১৪ দিন ব্যবধানে পুনরায় ২৮ দিন সেব্য।

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, এলার্জিক প্রতিক্রিয়া, লিভার এনজাইমের বৃদ্ধি এবং লিউকোপেনিয়া ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়।

 

 

সরবরাহ :

এ্যালমেক্স ৪০০ ট্যাবলেট : ২৫ x ২ টি। এ্যালমেক্স® সাসপেনশন : ১০ মি.লি.।

 

আরও দেখুনঃ

Exit mobile version