Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য

Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

গ্লিকাজাইড ৮০ মি.গ্রা. ট্যাবলেট এবং ৩০ মি.গ্রা. এক্স আর ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস।

মাত্রা ও ব্যবহার বিধি :

দৈনিক ৪০-৮০ মি.গ্রা.। প্রয়োজনে ধীরে ধীরে মাত্রা দৈনিক ৩২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। এক্স আর ট্যাবলেটের ক্ষেত্রে গিকাজাইড ৩০-১২০ মি.গ্রা. প্রয়োজন অনুযায়ী দিনে একবার সেব্য। এক্স আর ট্যাবলেট ভেঙ্গে বা চুষে খাওয়া উচিত নয় ।সকালে নাস্তার সাথে খাওয়া উচিত।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

জুভেনাইল অনসেট ডায়াবেটিসে, কিটোসিস্ এবং এসিডোসিস্ দ্বারা জটিল ডায়াবেটিসে, অস্ত্রোপচার মারাত্নক ক্ষত এবং সংক্রমণের রোগীদের ক্ষেত্রে, ডায়াবেটিক প্রি-কমা এবং কমার ক্ষেত্রে এবং বৃদ্ধ ও যকৃতের তীব্র অপর্যাপ্ততায়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

কিছু কিছু বিশেষ অবস্থায় হাইপোগ্ন াইসেমিয়া হতে পারে। বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য, র‍্যাশ, ইরিথেমা, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এগ্রানুলোসাই- টোসিস, প্যানসাইটোপেনিয়া, হিমোলাইটিক এনেমিয়া, কোলেস্ট্যাটিক জণ্ডিস এবং পরিপাকনালীর হেমোরেজ ইত্যাদি ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ফিনাইলবিউটাজোন, সালফোনামাইড, কোমারিন ডেরিভেটিভ, বিটা-ব -কার, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, কোফাইব্রেট, সিমেটিডিন, মাইকোনাজল, বারবিচুরেট, কর্টিকোস্টেরয়েড, থায়াজাইড ডাইইউরেটিক, থাইরয়েড হরমোন, ল্যাক্সাটিভ এবং মুখে সেব্য জন্মনিরোধক সমূহ ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

 

 

সরবরাহ :

কমপ্রিড ট্যাবলেট : ২×২০ টি। কমপ্রিড এক্স আর ট্যাবলেট : ৩ x ১০ টি।

 

আরও দেখুনঃ

Exit mobile version