আমাদের আজকের আলোচনার বিষয় Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Comprid কমপ্রিট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
গ্লিকাজাইড ৮০ মি.গ্রা. ট্যাবলেট এবং ৩০ মি.গ্রা. এক্স আর ট্যাবলেট।
নির্দেশনা :
টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস।
মাত্রা ও ব্যবহার বিধি :
দৈনিক ৪০-৮০ মি.গ্রা.। প্রয়োজনে ধীরে ধীরে মাত্রা দৈনিক ৩২০ মি.গ্রা. পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। এক্স আর ট্যাবলেটের ক্ষেত্রে গিকাজাইড ৩০-১২০ মি.গ্রা. প্রয়োজন অনুযায়ী দিনে একবার সেব্য। এক্স আর ট্যাবলেট ভেঙ্গে বা চুষে খাওয়া উচিত নয় ।সকালে নাস্তার সাথে খাওয়া উচিত।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
জুভেনাইল অনসেট ডায়াবেটিসে, কিটোসিস্ এবং এসিডোসিস্ দ্বারা জটিল ডায়াবেটিসে, অস্ত্রোপচার মারাত্নক ক্ষত এবং সংক্রমণের রোগীদের ক্ষেত্রে, ডায়াবেটিক প্রি-কমা এবং কমার ক্ষেত্রে এবং বৃদ্ধ ও যকৃতের তীব্র অপর্যাপ্ততায়।
পার্শ্ব প্রতিক্রিয়া :
কিছু কিছু বিশেষ অবস্থায় হাইপোগ্ন াইসেমিয়া হতে পারে। বমি বমি ভাব, ক্ষুধা মন্দা, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য, র্যাশ, ইরিথেমা, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এগ্রানুলোসাই- টোসিস, প্যানসাইটোপেনিয়া, হিমোলাইটিক এনেমিয়া, কোলেস্ট্যাটিক জণ্ডিস এবং পরিপাকনালীর হেমোরেজ ইত্যাদি ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ফিনাইলবিউটাজোন, সালফোনামাইড, কোমারিন ডেরিভেটিভ, বিটা-ব -কার, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, কোফাইব্রেট, সিমেটিডিন, মাইকোনাজল, বারবিচুরেট, কর্টিকোস্টেরয়েড, থায়াজাইড ডাইইউরেটিক, থাইরয়েড হরমোন, ল্যাক্সাটিভ এবং মুখে সেব্য জন্মনিরোধক সমূহ ।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ :
কমপ্রিড ট্যাবলেট : ২×২০ টি। কমপ্রিড এক্স আর ট্যাবলেট : ৩ x ১০ টি।
আরও দেখুনঃ