Comet কমেট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Comet কমেট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Comet কমেট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

মেটফরমিন। ৫০০, ৭৫০ মি.গ্রা. ও ১ গ্রাম ট্যাবলেট এবং ৫০০ মি.গ্রা. ও ১ গ্রাম এক্সআর ট্যাবলেট।

 

Comet কমেট ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

টাইপ ২ ডায়াবেটিস মেলিটাস।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্ত বয়স্ক : প্রাথমিকভাবে একটি করে কমেট ৮৫০ ট্যাবলেট দিনে এক বার অথবা কমেট ৫০০ মি.গ্রা. ট্যাবলেট দিনে দুই বার আহারের সাথে। মাত্রা বাড়ানোর ক্ষেত্রে সপ্তাহে ৫০০ মি.গ্রা. অথবা প্রতি দুই সপ্তাহে ৮৫০ মি.গ্রা. করে বাড়ানো যেতে পারে ।

সর্বোচ্চ ২৫৫০ মি.গ্রা. প্রতিদিন, বিভক্ত মাত্রায় সেব্য। কমেট এক্স আর ৫০০ মি.গ্রা. এর প্রারম্ভিক মাত্রা ১ টি ট্যাবলেট রাতের খাবারের সাথে। মাত্রা বাড়ানোর ক্ষেত্রে: সপ্তাহে ৫০০ মি.গ্রা. করে বাড়ানো যেতে পারে সর্বোচ্চ ২০০০ মি.গ্রা. দিনে ১ বার পর্যন্ত ।

পার্শ্ব প্রতিক্রিয়া :

ডায়রিয়া, বমি বমি ভাব, পেট- ফাঁপা, দূর্বলতা, বদহজম, পেটে অস্বস্তি, মাথা ব্যথা, ইত্যাদি ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ফ্রুসেমাইড, নিফেডিপিন, ক্যাটায়নিক ওষুধসমূহ, থায়াজাইড ও অন্যান্য মূত্র বর্ধক, কর্টিকোস্টেরয়েড, ফেনোথায়াজিনস, থাইরয়েড প্রোডাক্টস, ইস্ট্রজেন, মুখে খাওয়ার জন্মনিরোধক বড়ি, ফেনাইটয়েন, নিকোটিনিক এসিড, সিমপ্যাথোমিমেটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং আইসোনিয়াজাইড।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

সুস্পষ্টভাবে প্রয়োজনীয় না হলে ব্যবহার করা উচিত নয়।

সরবরাহ :

কমেট® ৫০০ ট্যাবলেট : ১০ x ১০ টি। কমেট ৭৫০ ট্যাবলেট : ৬ × ১০ টি। কমেট ৮৫০ ট্যাবলেট: ৫ × ১০ টি। কমেট ১ গ্রাম ট্যাবলেট : ৫ × ৬ টি। কমেট এক্সআর® ৫০০ ট্যাবলেট : ৫ x ১০ টি। কমেট এক্সআর® ১ গ্রাম ট্যাবলেট : ৫ × ৬ টি।

 

Comet কমেট ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment