আমাদের আজকের আলোচনার বিষয় Cholinor কোলিনর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Cholinor কোলিনর ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
ইজেটিমাইব ১০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা :
প্রাইমারী হাইপারকোলেস্টেরোলেমিয়া হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল এবং নন-ফ্যামিলিয়াল (মনোথেরাপি অথবা এইচ এম জি কোএ রিডাক্টেজ ইনহিবিটর এর সাথে কম্বিনেশন হিসাবে)। হোমোজাইগাস সিটোস্টেরোলেমিয়া খাদ্যের সাথে সম্পূরক হিসাবে ।
মাত্রা ও ব্যবহার বিধি :
১০ মি.গ্রা. দিনে এক বার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এইচ এম জি কোএ রিডাক্টেজ ইনহিবিটরের সাথে ব্যবহারের ক্ষেত্রে উক্ত ওষুধের নির্দেশনা তথ্য অনুযায়ী দিতে হবে। অতিসংবেদনশীলতা। ইজেটিমাইব ও এইচএমজি কোএ রিডাক্টেজ ইনহিবিটর এর কম্বিনেশন একটিভ লিভার ডিজিজ অথবা অবিশেষ্য বিদ্যমান সেরাম ট্রান্স এমাইনেজের বৃদ্ধি এর ক্ষেত্রে প্রতিনির্দেশিত ।

পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত সহনশীল। পার্শ্ব-প্রতিক্রিয়া পাসিবো এর মতই।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
প্রত্যাশিত সুফল যদি ভ্রুনের উপর ঝুঁকির থেকে বেশী হয়, সেেেত্র ব্যবহার করা যাবে। ইজেটিমাইব স্তন্যদানকালে ব্যবহার করা উচিৎ নয়, তবে প্রত্যাশিত সুফল যদি ঝুঁকির থেকে বেশী হয় সেেেত্র ব্যবহার করা যাবে।
সরবরাহ :
কোলিনর® ট্যাবলেট : ৩ x ১০ টি।
ঔষধের ক্রিয়া
ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:
ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।
ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।
আরও দেখুনঃ