Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Capsi ক্যাপসি ওষুধের যাবতীয় তথ্য

Capsi ক্যাপসি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Capsi ক্যাপসি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Capsi ক্যাপসি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ক্যাপসাইসিন ইউএসপি ০.২৫ মি.গ্রা./গ্রাম ক্রীম ।

 

 

নির্দেশনা:

অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আথ এইিটিস এর কারণে উদ্ভুত ব্যথার ক্ষেত্রে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

প্রাপ্তবয়ষ্ক ক্ষতবিহীন ত্বকে ব্যবহারের জন্য অল্প পরিমাণ ক্রীম ব্যথাক্রান্ত স্থানে দিনে চারবার ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ক্রীম ব্যবহারের মাঝে অন্তত: ৪ ঘন্টা বিরতি দিতে হবে। ক্রীম ভালভাবে ঘষে লাগাতে হবে যেন ত্বকে ক্রীমের কোন অবশিষ্টাংশ না থাকে। ক্রীম ব্যবহারের সাথে সাথেই যে হাত অথবা আঙ্গুল দিয়ে ক্রীম ব্যবহার করা হয়েছে তা ভালভাবে ধুয়ে ফেলতে হবে।

কোন ক্ষেত্রেই ক্যাপসাইসিন ক্রীম চোখে বা চোখের আশে পাশে লাগানো যাবে না। ক্যাপসি ক্রীম ব্যবহারের প্রথম সপ্তাহ থেকেই ব্যথা উপশম কার্যকারিতা পাওয়া যায় এবং পরবর্তী ২-৮ সপ্তাহ ব্যবহারে এই কার্যকারিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। শিশু: শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

ক্যাপসাইসিন ক্রীম ব্যবহারের কিছু সময় আগে অথবা পরে গরম পানি নিয়ে গোসল করলে জ্বালাপোড়া বোধ বেশি অনুভূত হতে পারে। ক্যাপসি ক্রীম ব্যবহারের পর ত্বকের উপর শক্ত ব্যান্ডেজ ব্যবহার করা যাবে না। ক্ষতযুক্ত ত্বকে ক্যাপসাইসিন ক্রীম ব্যবহার করা যাবে না। ক্যাপসাইসিন এবং এই ক্রীমে ব্যবহৃত অন্যান্য কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ক্যাপসাইসিন ক্রীম ব্যবহারের প্রাথ মিক পর্যায়ে ত্বকে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে যা কিছু দিন ক্রীম ব্যবহারের পরই দূর হয়ে যায়। অতিরিক্ত ক্রীম ব্যবহার কিংবা দিনে ৩-৪ বারের চেয়ে কম ব্যবহারের ফলে এমনটা দেখা যায়।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত হওয়ায় অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া প্রযোজ্য নয় ।

 

 

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ক্যাপসাইসিন ক্রীম ব্যবহারের নিরাপত্তার বিষয়টি এখনও প্রতিষ্ঠিত নয়। তবে ক্যাপসাইসিন ক্রীমের ট্রান্সডার্মাল শোষণ অত্যন্ত অল্প হওয়ায় ধারণা করা হয় ইহা মানুষের ক্ষেত্রে কোন ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না।

সরবরাহ:

ক্যাপসিও ০.০২৫% ক্রীম। প্রতি টিউবে আছে ২০ গ্রাম ক্রীম।

 

আরও দেখুনঃ

Exit mobile version