Camlotor ক্যামলোটর ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Camlotor ক্যামলোটর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Camlotor ক্যামলোটর ওষুধের যাবতীয় তথ্য

উপাদানঃ

এমলোডিপিন বিসাইলেট বিপি যা এমলোডিপিন ৫ মি.গ্রা. এর সমতুল্য এবং এটোরভাসটেটিন ক্যালসিয়াম আইএনএন যা এটোরভাসটেটিন ১০ মি.গ্রা. এর সমতুল্য ট্যাবলেট।

 

Camlotor ক্যামলোটর ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনাঃ

যে সকল উচ্চ রক্তচাপের রোগীর চিকিৎসায় এমলোডিপিন ও এটোরভাসটেটিন দুটি ওষুধই নির্দেশিত, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধটি যথাযথ কার্যকর। এমলোডিপিন যে সকল ক্ষেত্রে নির্দেশিত

১) উচ্চ রক্তচাপ

২) ক্রণিক স্টেবল এনজিনা

৩) ভ্যাসোস্প্যাসটিক এনজিনা

এটোরভাসটেটিন যে সকল ক্ষেত্রে নির্দেশিত

১) হেটারোজাইগাস ফ্যামিলিয়াল ও নন-ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া

২) সেরামে ট্রাইগ্লিসারাইড এর পরিমাণ বৃদ্ধি

৩) প্রাথমিক ডিসবেটালাইপোপ্রোটিনেমিয়া

৪) হোমোজাইগাস কোলেস্টেরোলেমিয়া ফ্যামিলিয়াল হাইপার

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মাত্রা ও ব্যবহারবিধিঃ

যে সকল রোগী এমলোডিপিন ও এটোরভাসটেটিন আলাদাভাবে সেবন করছেন, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ ব্যবহার করা যথাযথ হবে। রোগী যে পরিমানে এমলোডিপিন ও এটোরভাসটেটিন সেবন করছেন,

সেই পরিমানেই এ দুটি ওষুধের কম্বিনেশন ব্যবহার করা যাবে অথবা আরো বেশি উচ্চ রক্তচাপ / এনজিনা/লিপিড কমানোর জন্য এমলোডিপিন বা এটোরভাসটেটিন বা দুটি ওষুধই অতিরিক্ত পরিমানে কম্বিনেশন হিসেবে ব্যবহার করা যাবে। যারা এই ওষুধের যে কোন একটি সেবন করছেন তাদের ক্ষেত্রে ক্যামলোটর ব্যবহারে অতিরিক্ত সুফল পাওয়া যাবে।

একটি রোগের চিকিৎসা শুরু ও আরেকটি রোগের চিকিৎসা চালিয়ে এমলোডিপিন ও এটোরভাসটেটিন কম্বিনেশন ট্যাবলেটের নির্দেশিত মাত্রা: প্রারম্ভিক মাত্রা নির্ভর করবে যে ওষুধটি বর্তমানে রোগী খাচ্ছে তার পরিমান এবং নতুন যে ওষুধটি রোগীর চিকিৎসায় প্রয়োজন তার প্রারম্ভিক মাত্রার উপর।

এই কম্বিনেশন ওষুধটি হাইপারলিপিডেমিয়া, উচ্চ রক্তচাপ বা এনজিনা চিকিৎসা শুরু করার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। এমলোডিপিন ও এটোরভাসটেটিন কম্বিনেশন ট্যাবলেটে এমলোডিপিন এর সর্বোচ্চ মাত্রা দৈনিক ১০ মি.গ্রা. এবং এটোরভাসটেটিন এর সর্বোচ্চ মাত্রা দৈনিক ৮০ মি.গ্রা. ।

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা। যে সকল রোগীর যকৃতের অসুখ বা সেরাম ট্রান্সঅ্যামাইনেজ বৃদ্ধি জনিত অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এটোরভাসটেটিন প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া:

সাধারণত মৃদু এবং এমনিতেই চলে যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল পা বা গোড়ালি ফুলে যাওয়া (ইডিমা), মাথা ব্যথা, মাথা ঘুরানো ইত্যাদি।

 

Camlotor ক্যামলোটর ওষুধের যাবতীয় তথ্য

 

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগনেন্সি ক্যাটাগরি ‘এক্স’। এই কম্বিনেশন ট্যাবলেটে এটোরভাসটেটিন থাকার জন্য যে সকল নারী ান ধারন করতে অনিচ্ছুক বা এই ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে জেনেও ওষুধ ব্যবহারে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে দেয়া যেতে পারে।

সরবরাহ:

ক্যামলোটর® ৫/১০ ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট ।

 

আরও দেখুনঃ

Leave a Comment