Camlodin Plus ক্যামলোডিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Camlodin Plus ক্যামলোডিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Camlodin Plus ক্যামলোডিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

(এমলোডিপিন ৫ মি.গ্রা. এবং এটিনোলল ৫০ মি.গ্রা.)/ ট্যাবলেট এবং (এমলোডিপিন ৫ মি.গ্ৰা. এবং এটিনোলল ২৫ মি.গ্রা.)/ ট্যাবলেট ।

 

Camlodin Plus ক্যামলোডিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

একই জাতীয় ওষুধে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের সাথে এনজিনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন পরবর্তী অবস্থা, রিফ্রাকটরী এনজিনা যেখানে নাইট্রেট অকার্যকর।

মাত্রা ও ব্যবহার বিধি :

১ টি ট্যাবলেট অর্থাৎ এমলোডিপিন ৫ মি.গ্রা. এবং এটিনোলল ৫০ মি.গ্রা. একক মাত্রায় চিকিৎসা শুরু হয়। চিকিৎসার ফলাফলের উপর মাত্রার টাইট্রেশন নির্দেশিত হয়। বয়োবৃদ্ধদের ক্ষেত্রে এমলোডিপিন ৫ মি.গ্রা. ও এটিনোলল ২৫ মি.গ্রা. মাত্রায় চিকিৎসা শুরু করার উপদেশ রয়েছে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

এর যে কোন উপাদানে অতিসংবেদীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। ব্রংকোস্পাজম-এ সতর্কতার সাথে ব্যবহারযোগ্য। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ৩০ মি.লি. / মিনিট এর নীচে হলে ও যকৃতের অকার্যকারিতায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

সুসহনীয়; অবসাদ, মাথা ব্যথা, ইডিমা, বমি বমি ভাব, তন্দ্রাচ্ছন্নতা, দুশ্চিন্তা এবং বিষণ্ণতা দেখা দিতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থার প্রত্যাশিত উপকার ভ্রুণের ক্ষতির আশংকা হতে লাভজনক হলে তখনই ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়েদের ব্যবহার করা উচিত নয়।

সরবরাহ :

ক্যামলোডিন প্লাস ট্যাবলেট : ৫ x ১০ টি। ক্যামলোডিন প্লাস ২৫ ট্যাবলেট : ৩ x ১০ টি।

 

Camlodin Plus ক্যামলোডিন প্লাস ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment