আমাদের আজকের আলোচনার বিষয় Camlosart ক্যামলোসাট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Camlosart ক্যামলোসাট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
এমলোডিপিন বিসাইলেট বিপি যা এমলোডিপিন ৫ মি.গ্রা. এর সমতুল্য এবং ওলমেসারটান মেডোক্সোমিল আইএনএন ২০ মি.গ্ৰা. ফিল্ম কোটেড ট্যাবলেট এবং এমলোডিপিন বিসাইলেট বিপি যা এমলোডিপিন ৫ মি.গ্রা. এর সমতুল্য এবং ওলমেসারটান মেডোক্সোমিল আইএনএন ৪০ মি.গ্ৰা. ফিল্ম কোটেড ট্যাবলেট।
নির্দেশনা:
ক্যামলোসার্ট” উচ্চ রক্তচাপের চিকিৎসায় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপরোধী ওষুধের সাথে নির্দেশিত। যে সকল রোগীর একাধিক উচ্চ রক্তচাপরোধী ওষুধের প্রয়োজন, তাদের প্রারম্ভিক চিকিৎসায় এমলোসার্ট ব্যবহার করা যেতে পারে।
মাত্রা ও সেবনবিধিঃ
প্রারম্ভিক চিকিৎসায় মাত্রাঃ একটি এমলোসাট® ৫/২০ ট্যাবলেট দিনে একবার। রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণে ১-২ সপ্তাহ পর সর্বোচ্চ দৈনিক ১০/৪০ মি.গ্রা. দিনে একবার পর্যন্ত মাত্রা বাড়ানো যেতে পারে। ৭৫ বৎসরের অধিক বা ক্ষতিগ্রস্থ যকৃত রোগীদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয়। এই কম্বিনেশন ওষুধ খাবারের সাথে অথবা খাবার ছাড়াও সেবন করা যায়।
অন্যান্য উচ্চ রক্তচাপরোধী ওষুধের সাথেও এই কম্বিনেশন ওষুধ সেবন করা যায়। পরিবর্তিত চিকিৎসায় মাত্রাঃ যে সকল রোগী এমলোডিপিন অথবা ওলমেসারটান সেবন করছিলেন, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে এমলোডিপিন বা ওলমেসারটান অথবা উভয় ওষুধের মাত্রা প্রয়োজনমত বৃদ্ধি করা যেতে পারে।
সংযুক্তি চিকিৎসায় মাত্রাঃ যে সকল রোগীর উচ্চ রক্তচাপ শুধুমাত্র এমলোডিপিন অথবা ওলমেসারটান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা যাবে।

প্রতিনির্দেশনা:
এই ওষুধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা ।
সতর্কতা:
নিম্ন রক্তচাপ, এনজিনা বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বৃদ্ধি, বৃক্কের কার্যকারিতা ক্ষতিগ্রস্থ হতে পারে।
ক্ষতিকর ক্রিয়া:
সাধারণত মৃদু এবং কদাচিৎ এই ওষুধ দ্বারা চিকিৎসা প্রত্যাহার করা হয়, ইডিমা হতে পারে।
গর্ভাবস্থায় ব্যবহার:
এমলোডিপিনঃ ওষুধ গ্রহণ সম্ভাব্য তির তুলনায় বেশী প্রয়োজনীয় হলে ব্যবহার করা যেতে পারে। ওলমেসারটানঃ প্রেগনেন্সী ক্যাটাগরী সি (প্রথম ট্রাইমেস্টারে) এবং ডি (২য় ও ৩য় ট্রাইমেস্টারে)। স্তন্যদানকালীন সময়ে ব্যবহার: মায়ের ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য তির দিক পর্যালোচনা করে ওষুধ সেবন অথবা দুগ্ধদান এর যে কোন একটি কাজ থেকে বিরত থাকতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার:
নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয় ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
এই কম্বিনেশন ওষুধের সাথে অন্য কোন ওষুধের প্রতিক্রিয়ার কোন তথ্য নেই, যদিও এককভাবে এমলোডিপিন অথবা ওলমেসারটান এর সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়ার তথ্য রয়েছে। মাত্রাধিক্য: এই কম্বিনেশন ওষুধের মাত্রাধিক্যের কোন তথ্য নেই।
সরবরাহ:
ক্যামলোসার্ট” ৫/২০ ট্যাবলেট : প্রতিটি বাক্সে আছে ৩ x ১০ টি ট্যাবলেট । ক্যামলোসার্ট” ৫/৪০ ট্যাবলেট ঃ প্রতিটি বাক্সে আছে ৩ x ১০ টি ট্যাবলেট।
আরও দেখুনঃ