Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Calbo D ক্যালবো ডি ওষুধের যাবতীয় তথ্য

Calbo D ক্যালবো ডি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Calbo D ক্যালবো ডি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Calbo D ক্যালবো ডি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ক্যালসিয়াম ৫০০ মি.গ্রা. এবং ভিটামিন ডি৩ ২০০ আইইউ/ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায়, দাঁতের সুগঠনে এবং মহিলাদের গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়, বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

১টি ট্যাবলেট দিনে ২ বার। সকালে এবং রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা, হাইপারক্যালসেমিয়া ও হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপারক্যালসিইউরিয়া এবং নেফ্রলিথিয়াসিস, মারাত্মক ধরনের বৃক্কের অকার্যকারিতা।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

এলার্জিক রিএ্যাকশন, অনিয়মিত হৃদস্পন্দন, বমি, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ডিগোক্সিন, এন্টাসিড, অন্যান্য ক্যালসিয়াম সালফেট, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।

সরবরাহ :

ক্যালবো-ডিও ট্যাবলেট : ১৫ টি। ক্যালবো-ডিও ট্যাবলেট : ৩০ টি।

 

 

ঔষধের প্রয়োগ প্রক্রিয়া

যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:

দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)

 

আরও দেখুনঃ

Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য

Exit mobile version