Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ক্যালসিয়াম ল্যাকটেট গ্লুকোনেট ১০০০ মি.গ্রা., ক্যালসিয়াম কার্বনেট ৩২৭ মি. গ্রা. এবং এসকরবিক এসিড (ভিটামিন-সি) ৫০০ মি.গ্রা./ এফারভেসেন্ট ট্যাবলেট।

 

Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

যে সমস্ত ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন-সি-এর চাহিদা বৃদ্ধি পায় যেমন- গর্ভাবস্থা, স্তন্যদানকালীন সময়, দ্রুত বৃদ্ধির সময়, বৃদ্ধ বয়স, সংক্রামক ব্যাধি এবং রোগমুক্তির পর ইত্যাদি। এ ছাড়া ক্যালসিয়াম ও ভিটামিন-সি-এর ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্তবয়স্ক ও স্কলগামী শিশুদের ক্ষেত্রে দিনে ১ টি এফারভেসেন্ট (বুদবুদ্বায়িত) ট্যাবলেট, ৩-৭ বছর বয়সী শিশু: ১/২ ইফারভেসেন্ট (বুদবুদ্বায়িত) ট্যাবলেট প্রতিদিন। একটি ট্যাবলেট অর্ধেক গ্লাস পানিতে গুলিয়ে পান করুন।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

হাইপারক্যালসেমিয়া, হাইপারক্যালসিইউরিয়া, বৃক্কের তীব্র অকার্যকারিতা, হাইপারক্যালসিইউরিয়া, গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজিনেজ ঘাটতি, আয়রণ ওভারলোড, পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

পরিপাকতন্ত্রের অস্বাচ্ছন্দ্যতা।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ডিগোক্সিন, টেট্রাসাইক্লিন, ফ্রুসেমাইড, পেন্টাগ্যাস্ট্রিন এমাইনোফাইলিন, ইরাইথ্রোমাইসিন,

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :

ভিটামিন-সি নাইট্রোফিউরান্টইন, কনজুগেটেড ইস্ট্রোজেন, ক্লোরামফেনিকল, ভিটামিন-ডি, অক্সিটোসিন, প্রোস্টাগ্ল ান্ডিন, আয়রণ। গর্ভাবস্থায় ও স্তন্যদাকালে নিরাপদে গ্রহণ করা যায়।

সরবরাহ :

ক্যালবো-সি® এফারভেসেন্ট ট্যাবলেট : ১ × ১০ টি।

 

Calbo C ক্যালবো সি ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment