Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Clobam ক্লোবাম ওষুধের যাবতীয় তথ্য

Clobam ক্লোবাম ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Clobam ক্লোবাম ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Clobam ক্লোবাম ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ক্লোবাজাম ১০ মি.গ্রা. ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

দুশ্চিন্তা, উদ্বেগ, খিটখিটে মেজাজ, অস্থিরতা, মৃগী রোগ, ভীতি, বিষন্নতা ও ঘুমের বিভিন্ন অসুবিধায় ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্ত বয়স্কদের জন্য: ২-৩ টি ট্যাবলেট (২০-৩০ মি.গ্রা.) বিভক্ত মাত্রায় অথবা একক মাত্র ঘুমানোর সময় সেব্য। শিশুদের জন্য : (৩ বৎসরের উর্ধে): প্রাপ্ত বয়স্ক সেবন মাত্রার অর্ধেক মাত্রায় সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

বেনজোডায়াজেপিন-এর প্রতি অতি সংবেদনশীলতা, শ্বাসতন্ত্রের অবনমন, তীব্র পালমোনারী অপর্যাপ্ততা ও অপরিবর্তনীয় ব্রহ্মীয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। যকৃত ও রেচনতন্ত্রের রোগের ক্ষেত্রে সাধারণত সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

ঝিমুনি, এটাক্সিয়া, অবসাদ, বিভ্রান্তি ও মাথা ঘোরা । এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায়, বিরল ক্ষেত্রে মুখ শুকনো থাকা, মাথা ব্যথা, অতিসংবেদনশীলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

এলকোহল সিরামে ক্লোবাজামের ঘনত্ব উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে। ঘুমের ওষুধ ও ঘুম ঘুম ভাব তৈরী করে এমন ওষুধের সাথে ব্যবহার করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে কান্তি ও তন্দ্রাচ্ছন্নতা বৃদ্ধি পায়।

সরবরাহ :

ক্লোবাম® ট্যাবলেট ১০ x ১০ টি।

 

 

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version