Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Gabastar গাবাস্টার ওষুধের যাবতীয় তথ্য

Gabastar গাবাস্টার ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Gabastar গাবাস্টার ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Gabastar গাবাস্টার ওষুধের যাবতীয় তথ্য

 

উপাদান:

গাবাপেনটিন ইউএসপি। ১০০ মি.গ্রা., ৩০০ মি.গ্রা. এবং ৬০০ মি.গ্রা. ট্যাবলেট।

 

 

নির্দেশনা:

নিম্নলিখিত ক্ষেত্রে গাবাস্টার’ নির্দেশিত।

• নিউরোপ্যাথিক ব্যথা

• পার্শ্বিয়াল সিজার এবং প্রাইমারী জেনারেলাইজড সিজার এর সহযোগী চিকিৎসায়।

মাত্রা ও ব্যবহারবিধিঃ

নিউরোপ্যাথিক ব্যথা: ১ম দিন একটি ৩০০ মি.গ্রা. ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করা যেতে পারে। এরপর ২য় দিন ৩০০ মি.গ্রা. দিনে ২ বার এবং ৩য় দিন থেকে ৩০০ মি.গ্রা. দিনে ৩ বার। যদি দরকার হয় দৈনিক ৩ বার করে ১৮০০ মি.গ্ৰা. পর্যন্ত সেবন বৃদ্ধি করা যেতে পারে। ইপিলেপসি : ১২ বছরের উর্ধ্বে শিশুদের ক্ষেত্রে গাবাস্টার’ TM এর কার্যকারী ডোজ হল- দৈনিক ৯০০ মি.গ্রা. থেকে ১৮০০ মি.গ্রা. ৩টি বিভক্ত মাত্রায়।

প্রারম্ভিক মাত্রা হল ৩০০ মি.গ্রা. দিনে ৩ বার। ৩-১২ বছরের শিশুদের ক্ষেত্রে: প্রারম্ভিক মাত্ৰা দৈনিক মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি করে কার্যকরী মাত্রা প্রয়োগ করা ১০-১৫ মি.গ্রা./কেজি দিনে ৩ বার। ৩ দিনের মধ্যে যেতে পারে । TM বৃক্কের সমস্যা রয়েছে এমন ক্ষেত্রে গাবাস্টার (গাবাপেনটিন) এর মাত্রা হ্রাস করা বাঞ্চনীয়। খাবার গ্রহণের সাথে গাবাস্টার (গাবাপেনটিন) সেবনের কোন সম্পর্ক নেই ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

গাবাপেনটিন এর প্রতি অতি প্রতিক্রিয়াশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত । রোগীকে যানবাহন চালানো অথবা অন্য জটিল যন্ত্র চালানো থেকে বিরত থাকা উচিত যতক্ষন না পর্যন্ত সে গাবাপেনটিন এর মানসিক এবং মোটর ক্রিয়ার উপর প্রভাব সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন না করে।

পার্শ্বপ্রতিক্রিয়াঃ

ক্লান্তি, ঝিমুনি, এটাকশিয়া, ওজন বৃদ্ধি, শুষ্ক মুখ এবং সমনোলেন্স দেখা দিতে পারে।

অন্য ওষুধের সথে প্রতিক্রিয়া:

এন্টাসিড, গাবাপেনটিন এর রক্তের ঘনমাত্রা ২০% কমায়। সিমেটিডিন, গাবাপেনটিন এর বৃক্কীয় নিঃসরণ কমায়। গাবাপেনটিন অন্য খিচুনীরোধক ওষুধ এবং জন্ম বিরতিকরণ ওষুধের সাথে প্রতিক্রিয়া দেখায় না।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে

প্রেগনেন্সি ক্যাটাগরি- সি। গর্ভাবস্থায় এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এর উপকারিতা ভ্রুণের সম্ভাব্য তির চেয়ে বেশি হয় । গাবাপেনটিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তাই এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এর উপকারিতা সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি হয়।

 

 

সরবরাহ:

গাবাস্টার ১০০ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি T TM বাক্সে আছে ৩০ ট্যাবলেট। গাবাস্টার ৩০০ মি.গ্রা. ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৩০ ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Exit mobile version