আমাদের আজকের আলোচনার বিষয় Gati 400 গ্যাটি ৪০০ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Gati 400 গ্যাটি ৪০০ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
গ্যাটিফক্সাসিন ৪০০ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা :
একিউট ব্যাকটেরিয়াল এক্সাসারবেশন অফ ক্রনিক ব্রংকাইটিস, একিউট সাইনুসাইটিস, কমিউনিটি একোয়ার্ড নিউমোনিয়া, সাধারণ স্কিন অথবা স্কিন স্ট্রাকচার ইনফেকশনে, সাধারণ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে (সিসটাইটিস),
জটিল ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে, পাইলোনেফ্রাইটিস, আনকমপিকেটেড ইউরেথ্রা এবং সার্ভাইকাল গনোরিয়া এবং একিউট আনকমপিকেটেড রেক্টাল ইনফেকশনে নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি :
৪০০ মি.গ্রা. দিনে ১ বার ৫-১০ দিন ।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
অতিসংবেদনশীল রোগীকে প্রয়োগ করা যাবে না। ইলেক্ট্রোকার্ডিওগ্রামের পরিবর্তন আনিতে পারে (কিউ টি সি ইন্টারভেল বাড়ায়)। রেনাল ফাংশন ইমপেয়ারমেন্টে (ক্রিয়াটিনিন ক্লিয়ারেন্সে <৪০ মি.লি./মিনিট) মাত্রা পুনঃ নির্ধারণের প্রয়োজন হয়।
গ্যাটিফক্সাসিন গ্রহণের ফলে রক্তে গ্লুকোজের মাত্রার হেরফের যেমন হাইপার অথবা হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। অতএব ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এটি দেয়া যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :
বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, ডিজিনেছ এবং মাথা ব্যথা ।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
প্রবেনেসিড, আয়রণ, এন্টাসিড।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে ব্যবহারে কার্যনিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। বছরের নীচে) ব্যবহারের কার্য নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত শিশুদের ক্ষেত্রে ব্যবহার : শিশু ও বয়ঃসন্ধিকালে (১৮ হয়নি।
সরবরাহ :
গ্যাটি” ৪০০ ট্যাবলেট: ২x১০টি।
ঔষধের প্রয়োগ প্রক্রিয়া
যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:
দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)
আরও দেখুনঃ