Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

চেম্বার ও হার্টের ভালভ | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি

চেম্বার ও হার্টের ভালভ

চেম্বার ও হার্টের ভালভ আমাদের আজকের আলোচনার বিষয়। A discussion about the different chambers and valves of the heart is in this video, associated with relevant images and descriptions. চেম্বার & হার্টের ভালভ [Heart Chambers & Valves] ক্লাসটি বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি কোর্সের অংশ | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

চেম্বার ও হার্টের ভালভ

হৃৎপিণ্ডের গঠন 

হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। এটি হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। হৃৎপিণ্ড প্রাচীরে থাকে তিনটি স্তর, বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম।

 

 

 

অবস্থান (Position) :

মানুষের হৃদপিণ্ড বক্ষগহ্বরে মধ্যচ্ছদার উপরে ও দুই ফুসফুসের মাঝ-বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত। এটি দেখতে ত্রিকোণাকার; গোঁড়াটি চওড়া ও ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সূচালো শীর্ষ দেশ নিচের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে।

আবরণ (Cover) :

প্যারাইটাল ও ভিসেরাল স্তর দুটির মাঝখানের পেরিকার্ডিয়াল ফ্লুইড (pericardial fluid) নামক তরল পদার্থ থাকে।

কাজ :

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রাচীর (wall) :

হৃৎপিন্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি ও যোজক টিস্যু নিয়ে গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশীকে কার্ডিয়াক পেশি (cardiac muscle) বলে।

হৎপিন্ডের প্রকোষ্ঠ সমূহ (Chambers of Heart)

ডান আট্রিয়াম (Right atrium)

 

 

চেম্বার ও হার্টের ভালভ নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ 

Exit mobile version