জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন | সারা সপ্তাহের খবর

জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন খবর দিয়ে শুরু করছি মেডিকেল গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন | সারা সপ্তাহের খবর

জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও গবেষণার ওপর গুরুত্বারোপ বিএসএমএমইউ উপাচার্যের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও গবেষণার উপর গুরুত্বারোপ করেছেন।  ০৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল সেমিনার সাব কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদূষণ, জীবাণুদুষণ বা রক্তে বিষক্রিয়া বা সেপসিস বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন

 

জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন | সারা সপ্তাহের খবর

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ০৯ এপ্রিল রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাশিবির

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে পালিয়ে আসা স্থানীয় শতাধিক লোকজনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। রোববার সকাল ১০টা থেকে রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়। বান্দরবান সেনা জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

গুগল নিউজ
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কানাডীয় নারীর কর্নিয়া প্রতিস্থাপন করে প্রশংসায় ভাসছেন সৌদি শিক্ষার্থী

সৌদি আরব থেকে বৃত্তি নিয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়ার জন্য কানাডায় গেছেন বাদের আল-কাহতানি। সেখানে প্রবীণ এক কানাডীয় নারীর কর্নিয়া প্রতিস্থাপন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কাহতানির প্রচেষ্টায় দীর্ঘদিন পর দৃষ্টি ফিরে পেয়েছেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রশংসায় ভাসছেন কাহতানি। 

বিশ্বে প্রতি ছয়জনের একজন বন্ধ্যাত্বে ভুগছেন

 

জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন | সারা সপ্তাহের খবর

 

বিশ্বে প্রতি ছয়জনের একজন তাঁদের জীবদ্দশায় বন্ধ্যাত্বে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্ধ্যাত্ব প্রতিরোধে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে আরও কাজ করতে হবে। ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৭ দশমিক ৫ শতাংশ বন্ধ্যাত্বে ভুগছেন। অঞ্চলভেদে এই হার কিছুটা কমবেশি। উচ্চ আয়ের দেশগুলোয় বন্ধ্যাত্বের এই হার ১৭ দশমিক ৮ শতাংশ। আর নিম্ন আয়ের দেশে তা ১৬ দশমিক ৫ শতাংশ।

প্রসবব্যথা ওঠায় অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে যাত্রীবাহী বাস গেল হাসপাতালে

কক্সবাজারের চকরিয়া থেকে বাসটি পটিয়া বাইপাস সড়ক হয়ে চট্টগ্রাম যাচ্ছিল। পথে অন্তঃসত্ত্বা এক নারীর প্রসবব্যথা ওঠে। যাত্রীদের অনুরোধে চালক বাসটি ঘুরিয়ে সোজা নিয়ে যান একটি স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে চিকিৎসক ও নার্সরা ওঠেন বাসে। খানিক পরেই ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয় সেই বাসে। রোববার বিকেল সাড়ে চারটায় চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ

Leave a Comment