আমাদের আজকের আলোচনার বিষয় Germisol Hand rub জারমিসল হ্যান্ড রাব ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Germisol Hand rub জারমিসল হ্যান্ড রাব ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
০.৫% ডব্লিউ/ভি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট (২.৫% ভি/ভি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন বিপি এর সমমান) যা ৭০% ভি/ভি আইসোপ্রোপাইল অ্যালকোহল বিপিতে দ্রবীভূত ।
নির্দেশনা :
দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণালীর জীবাণুবিনাশী দ্রবণ, যা পরিষ্কার হাতকে জীবাণুমুক্ত করে। এছাড়া, ক্ষত, ত্বক জীবাণুমুক্ত করায় এটি ব্যবহার করা যেতে পারে।
ব্যবহারবিধি :
পরিষ্কার হাত জীবাণুমুক্ত করায় সুবিধাজনক পরিমাণ (আনুমানিক ৩ মি.লি.) জারমিসল হাতের তালুতে নিয়ে উভয় হাত এবং কত্ত্বিতে মেখে নিন, শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালভাবে ঘষতে হবে যাতে সকল অংশ কার্যকরভাবে জীবাণুমুক্ত হয়।
শল্য চিকিৎসার পূর্বে : আনুমানিক ৫ মি.লি. জারমিসল উপরোক্ত পদ্ধতিতে দু’বার প্রয়োগ করুন; হাতের কনুই পর্যন্ত প্রয়োগ করতে হবে।

সতর্কতা :
সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। চোখ, মুস্তিষ্ক, মেনিঞ্জেস ও মধ্যকর্ণ থেকে দূরে রাখুন। চোখের সংস্পর্শে এলে তাৎণিক ভাবে পর্যাপ্ত পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। তরল দাহ্য, আগুন থেকে দূরে রাখুন ।
সরবরাহ :
জারমিসল” হ্যান্ড রাব : ২৫০ মি.লি.। জারমিসল হ্যান্ড রাব : ৫০ মি.লি.।
ঔষধের ক্রিয়া
ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:
ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।
ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।
আরও দেখুনঃ