Tetrax টেট্রাক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Tetrax টেট্রাক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Tetrax টেট্রাক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

টেট্রাসাইক্লিন ৫০০ মি.গ্রা. ক্যাপসুল।

 

Tetrax টেট্রাক্স ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

ব্রণ (একনি ভালগারিস), রিকেটসিয়াজনিত সংক্রমণ, লিম্ফোগ্রান্যুলোমা ভিনিরিয়াম, নন- গনোকক্কাল ইউরেথ্রাইটিস, ক্ল্যামাইডিয়াল সংক্রমন, নিউমোনিয়া, পেলভিক প্রদাহ, কলেরা, পুনঃ সংক্রমিত জ্বর, লাইম রোগ, প্রোস্টাটাইটিস, ব্রংকাইটিস, যেসব রোগীর পেনিসিলিনে অতিসংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সিফিলিসের বিকল্প চিকিৎসা হিসেবে এবং এ্যানেরোবিক সংক্রমণে।

মাত্রা ও ব্যবহার বিধি :

বয়স্কদের ক্ষেত্রে: ১-২ গ্রা. প্রতিদিন ২-৪ টি বিভক্ত মাত্রায়। ৮ বছরের উর্দ্ধে ২৫-৫০ মি.গ্রা./কেজি, প্রতিদিন ২-৪ টি বিভক্ত মাত্রায়।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতি সংবেদনশীলতা, সিস্টেমিক লক্ষণ পাস ইরাইথেমেটোসাস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরিহার করা উচিত। মূত্রের মারাত্মক অপর্যাপ্ততা এবং যকৃতের কার্যকারিতায় সমস্যা থাকলে উচ্চমাত্রা পরিহার করতে হবে। ইরাইথ্রোমাইসিন, কোরামফেনিকল ইত্যাদির সাথে ব্যবহার করা উচিত নয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

হাড়ের বৃদ্ধি ব্যাহত করতে পারে। দাঁতের বৃদ্ধির সময় (গর্ভকালের শেষার্ধে, নবজাতক অথবা শৈশবে) ব্যবহারে দাঁতের চিরস্থায়ী বর্ণ পরিবর্তন ঘটতে পারে। মুখে গ্রহণ করার পর এপিগ্যাস্ট্রিক সমস্যা এবং বমি ভাব দেখা দিতে পারে। রেচন অকার্যকারিতায় টেট্রাসাইক্লিন এ্যাজোটেমিয়া বৃদ্ধি করে। ক্যানডিডা সংক্রমণ এবং ইসোফেগাল ক্ষত হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভধারণ কাল, স্তন্যদানকালীন সময়ে সেবন করা যাবে না। ৮ বছরের কম বয়সী (কারও কারও মতে ১২ বছর) শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

সরবরাহ :

টেট্রাক্স” ৫০০ ক্যাপসুল : ১০ x ১০ টি।

 

Tetrax টেট্রাক্স ওষুধের যাবতীয় তথ্য

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment