Truxil ট্রুক্সিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Truxil ট্রুক্সিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Truxil ট্রুক্সিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ট্রক্সিল ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে অ্যালমিেিট্রন বিসমিসাইলেট আইএনএন ৩০ মি.গ্রা. এবং রবাসিন আইএনএন ১০ মি.গ্রা.।

 

Truxil ট্রুক্সিল ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

সেরিব্রাল স্ট্রোকের পর স্নায়ুর ক্ষয় কমায় ও রোগীর দ্রুত শারীরিক উন্নতি হয় বয়সভিত্তিক মৃদু স্নায়বিক অসুস্থতা কম রক্ত সঞ্চালনের কারণে দৃষ্টিশক্তির সমস্যা কম রক্ত সঞ্চালণের কারণে অন্তকর্ণের অসুস্থতায় (কানে কম শোনা, মাথা ঘোরা, কানের ভিতর গুণগুণ শব্দ) সেবন যোগ্য

মাত্রা ও সেবনবিধিঃ

প্রতিদিন ১টি অথবা ২টি ট্যাবলেট (কয়েক ঘন্টার ব্যবধানে) খেতে হবে।

প্রতিনির্দেশনা:

এ্যালার্জি থাকলে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। যকৃতের অসুস্থতায়, পেরিফেরাল নিউরোপ্যাথি থাকলে অথবা নিউরোপ্যাথির অতীত ইতিহাস থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না। কোন সন্দেহের উদ্রেক হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

অন্য কোন অ্যালমিেিট্রন ওষুধের সাথে সংমিশ্রণ করে এটি ব্যবহার করা যাবে না। ওষুধটিতে ল্যাকটোজ উপস্থিত থাকায় গ্যালাকটোসেমিয়া রোগে, গ্লুকোজ ও গ্যালাকটোজ ম্যাল এবজরপশন সিনড্রোম ও ল্যাকটোজ ঘাটতিতে ওষুধটি ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে :

ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া :

কোন কোন ক্ষেত্রে কিছু লোকের মাঝে অনাকাঙ্খিত অথবা অস্বস্থিকর প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন- ওজন হ্রাস, স্নায়বিক বেদনা, পা বা পায়ের নিম্নাংশের কার্যকারিতা হ্রাস, বমি, পাকস্থলীর জ্বালাপোড়া এবং ভার অনুভূতি, পরিপাক তন্ত্রের অস্বাভাবিকতা, ডায়রিয়া কোষ্ঠ্যকাঠিন্য অনিদ্রা, ঘুমঘুম ভাব, অস্থিরতা, উদ্বেগ, মাথাঘোৱা বুক ধড়ফড় করা, ইত্যাদি।

 

Truxil ট্রুক্সিল ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

ট্রক্সিল ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট রিস্টার প্যাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment