Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Dermasol S ডার্মাসল এস ওষুধের যাবতীয় তথ্য

Dermasol S ডার্মাসল এস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Dermasol S ডার্মাসল এস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Dermasol S ডার্মাসল এস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতি গ্রাম সলিউশনে আছে ক্লোটোসল প্রোপিওনেট বিপি ০.৫ মি.গ্রা.।

 

 

নির্দেশনা:

ভার্মাস এ ডার্মাসল”-এস ফ্যায় সলিউশন কর্টিকোস্টেরয়েড এর প্রতি সংবেদনশীল ফ্যার এর দূরারোগ্য তুর্কীয় প্রদাহের জন্য নির্দেশিত। এছাড়াও এটি স্ক্যায় এর দূরারোগ্য সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিসের জন্য নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি:

মাথার ত্বকের আক্রান্ত ন প্রতিদিন এক হতে দুইবার ভার্মার্সল”-এস স্ক্যা সলিউশন প্রয়োগ করতে হবে এবং মৃদু মালিশ করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ ৫০ মি.লি. পর্যন্ত এই সলিউশন প্রয়োগ করা যেতে পারে। যখনই ত্বকের প্রদাহ কমে যায় তখনই, অথবা যদি এক সপ্তাহের মধ্যে কোন উপকার না হয়, তবে এর ব্যবহার বন্ধ করতে হবে। ডার্মাসল-এস ফ্যা সলিউশন সাধারণত স্বল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না

যে কোন সংক্রমণের ক্ষেত্রে। এই সলিউশনের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা। এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে। সতর্কতা: চোখে যেন সলিউশন না লাগে সে দিকে নজর রাখতে হবে। দীর্ঘ দিন ধরে ক্লোনেটাসল প্রোপিওনেট দিয়ে ত্বকের চিকিৎসা করা উচিত নয়। বিশেষত ছোট শিশুদের ক্ষেত্রে, কারণ এর দ্বারা এড্রিনাল গ্লান্ড নমিত হতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া:

অন্যান্য কর্টিকোস্টেরয়েড এর মতই দীর্ঘকালীন ব্যবহার অথবা অধিক জায়গা জুড়ে ব্যবহার এর ফলে প্রচুর পরিমান সিস্টেমিক শোষণ হতে পারে, যা থেকে পরবর্তীতে হাইপারকটিসলিম হতে পারে। এটি শিশুদের, নবজাতকদের আরো বেশি হতে পারে।

দীর্ঘদিন ব্যবহারের পর স্থানীয় এট্রোপি হতে পারে । খুবই বিরল ক্ষেত্রে, কর্টিকোস্টেরয়েড এর দ্বারা সোরিয়াসিস এর চিকিৎসার ক্ষেত্রে (অথবা চিকিৎসা বন্ধ করার পর) পুঁজে ভরা টুসকুড়ি উঠতে পারে। যদি এ ধরণের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, তবে তাৎক্ষণিক চিকিৎসা বন্ধ করতে হবে।

 

 

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

যদিও গর্ভকালীন সময়ে মহিলাদের উপর এমন কোন তথ্য পাওয়া যায়নি, তবুও ত্বৰ্কীয় কর্টিকোস্টেরয়েড ব্যাপকভাবে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় অর্থাৎ বেশি পরিমান, দীর্ঘকালীন সময়ব্যাপী। স্তন্যদানকালে ক্লোনেটাসল প্রোপিওনেট এর ব্যবহার নিরাপদ প্রমানিত হয়নি ।

সরবরাহ

ডার্মাসল”-এস: প্রতিটি কনটেইনারে আছে ২৫ মি.লি. স্ক্যাল্প সলিউশন।

 

আরও দেখুনঃ

Exit mobile version