ডিএনএ এর কাজ আজকের আলোচনা বিষয় | A brief description of basic functions of DNA is given in this video.Some of the basic functions of DNA are discussed. ডিএনএ এর কাজ (Functions of DNA) ক্লাসটি বেসিক সাইন্স (basic science) কোর্সের অংশ | বেসিক সাইন্স (basic science) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Educaiton)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Educaiton)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।
ডিএনএ এর কাজ
ডিএনএ হলো একটি নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের মধ্যে ডিএনএ জিনোম থাকে। এদের কিছু ব্যতিক্রম ভাইরাস গ্রুপ যাদের আরএনএ জিনোম রয়েছে। তবে, এই ভাইরাসকে সাধারণত জীবন্ত প্রাণ হিসেবে ধরা হয় না। কোষে DNA এর প্রধান কাজ হলো দীর্ঘকালের জন্য তথ্য সংরক্ষণ করা। জিনোমকে অনেক সময় নীলনকশার সাথে তুলনা করা হয়।
কারণ, এতে কোষের বিভিন্ন অংশ থাকে। যেমন – আরএনএ অণু, প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় নির্দেশবলী থাকে। ডিএনএ এর যে অংশে জিনগত তথ্য বহন করে তাকে জিন বলে। কিন্ত অন্যান্য ডিএনএ জিনগত তথ্য নিয়ন্ত্রণে ব্যবহার হয়।
ডিএনএ (DNA) এর কাজ
- জীবেন সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে।
- ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে।
- বংশগতির আনবিক ভিত্তি হিসেবে কাজ করে।
- জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরস্পরায় পরবর্তী প্রজন্নে স্থানান্তরিত করে।
- জীবেন সকল শারীরতাত্বিক এবং জৈবিক কাজ গুলোর নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে।
- ডিএনএ এর কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে, নিজেই সেটা সংশোধণ করে।
- মিউটেশনের মাধ্যমে প্রকরন সৃষ্টি করে সেটা বির্বতনে মূখ্য কাঁচামাল হিসেবে কাজ করে।

ডিএনএ একটি নিউক্লিক এসিড। যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে। ডিএনএ কোষের ক্রোমোজোমে অবস্থিত থাকে। এটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জীব বহন করে। এর ফলে প্রজাতির বৈশিষ্ট্যের ধারা অক্ষুন্ন থাকে।
ডিএনএ এর কাজ নিয়ে বিস্তারিত :
আরও দেখুনঃ