Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Diltizem SR ডিলটিজেম এস আর ওষুধের যাবতীয় তথ্য

Diltizem SR ডিলটিজেম এস আর ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Diltizem SR ডিলটিজেম এস আর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Diltizem SR ডিলটিজেম এস আর ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ডিলটিয়াজেম হাইড্রোক্লোরাইড ৯০ মি.গ্রা. এসআর ট্যাবলেট ।

 

 

নির্দেশনা :

এনজিনার চিকিৎসায় এবং প্রতিরোধে ব্যবহৃত হয়। কিছু সিলেকটেড সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিএরিদমিয়া-এর চিকিৎসা ও প্রতিরোধ হিসাবে এটা ব্যবহার করা হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

৯০-১২০ মি.গ্রা. দিনে দুইবার। বয়োবৃদ্ধদের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ২৪০ মি.গ্রা. পর্যন্ত ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা, সিক-সাইনাস লক্ষণ, সেকেন্ড অথবা থার্ড ডিগ্রী এ-ভি বক, তীব্র উচ্চ রক্তচাপ অথবা একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা পালমোনারি কনজেশন আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

ব্রাডিকার্ডিয়া, সাইনো এট্রিয়াল বক, এট্রিও-ভেনট্রিকুলার বক, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, হট ফ্লাশ, দুর্বলতা, পরিপাকতন্ত্রীয় সমস্যা, ইডিমা, যকৃতের সমস্যা এবং বিষণ্নতা দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

যেসব ওষুধ হৃৎপিন্ডের সংকোচন/প্রসারণ এবং সংবহন–এ ভূমিকা রাখে, সেসব ওষুধের সাথে একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিত যখন জনীয় ক্ষতির আশংকা থেকে এর ব্যবহার বেশী লাভজনক বলে মনে হয়। যদি স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন অতীব জরুরী হয় সেক্ষেত্রে স্তন্যদানের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সরবরাহ :

ডিলটিজেম” এস আর ট্যাবলেট। ৪ x ১০ টি।

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version