আমাদের আজকের আলোচনার বিষয় Durol ডুরোল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Durol ডুরোল ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
কার্ডেডিলন। ৬.২৫, ১২.৫ এবং ২৫ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা :
উচ্চ রক্তচাপ, কনজেসটিভ হার্ট ফেইলিউর, এটি অন্য উচ্চরক্তচাপ নিরোধী ওষুধের সাথে দেয়া যাবে।
মাত্রা ও ব্যবহার বিধি :
উচ্চরক্তচাপ প্রাথমিক ভাবে ১২.৫ মি.গ্রা. দিনে একবার, ২ দিন পর প্রয়োজনে বাড়াতে হবে, ২৫ মি.গ্রা. দিনে একবার পর্যন্ত দেয়া যাবে। বয়স্কদের ক্ষেত্রে: ১২.৫ মি.গ্রা. প্রতিদিন। এনজাইনা : প্রাথমিকভাবে ১২.৫ মি.গ্রা. দিনে ২ বার, ২ দিন পর বাড়িয়ে ২৫ মি.গ্রা. দিনে ২ বার করা যাবে।
হার্ট ফেইলিউর : প্রাথমিকভাবে ৩.১২৫ মি.গ্রা. দিনে ২ বার, ২ সপ্তাহ পরে ৬.২৫ মি.গ্রা. দিনে ২ বার, পরবর্তীতে ১২.৫ মি.গ্রা. দিনে ২ বার থেকে সর্বোচ্চ ২৫ মি.গ্রা. দিনে ২ বার পর্যন্ত দেয়া যাবে, যদি তীব্র হার্ট ফেইলিউর এবং ওজন ৮৫ কেজির কম হয়। ৮৫ কেজির বেশী ওজন হলে ৫০ মি.গ্রা. দিনে ২ বার পর্যন্ত সর্বোচ্চ মাত্রায় দেয়া যাবে।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
তীব্র ক্রনিক কার্ডিয়াক ফেইলিউর রোগীর ক্ষেত্রে, অ্যাজমার রোগী, কার্ডিওজেনিক শক, ব্র্যাডিকার্ডিয়া, যকৃতের অকার্যকারিতায় এবং অতিসংবেদনশীল রোগীকেও দেয়া যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া :
রক্তচাপ কমে যাওয়া, ঝিম ধরা, মাথা ব্যথা ব্র্যাডিকার্ডিয়া, ইডিমা, শুষ্ক চোখ-মুখ, চোখ জ্বালাপোড়া।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
ডিপক্সিনের সাথে একসাথে ব্যবহারে রক্তে ডিগক্সিনের মাত্রা বাড়ে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
নির্দেশিত নয়।
সরবরাহ :
ডুরোল’ ৬.২৫ ট্যাবলেট : ৩ x ১০ টি। ডুরোল ১২.৫ ট্যাবলেট : ৩ x ১০ টি। জ্বরোল ২৫ ট্যাবলেট = ৩ x ১০ টি।
আরও দেখুনঃ