আমাদের আজকের আলোচনার বিষয় Dexonex Drops ডেক্সোনেক্স ড্রপস্ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Dexonex Drops ডেক্সোনেক্স ড্রপস্ ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
ডেক্সোনেক্স ০.১% চোখ/কানের ড্রপস্ : প্রতি মি.লি. এ আছে ১ মি.গ্রা. ডেক্সামেথাসন ফসফেট এর সমতুল্য ডেক্সামেথাসন সোডিয়াম ফসফেট বিপি।
নির্দেশনা:
নিম্নলিখিত ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত: চোখ: পালপেব্রাল এবং বালবার কনজাংটিভার প্রদাহে কর্ণিয়ার প্রদাহে এবং গোবের এ্যান্টেরিয়র সিগমেন্টের স্টেরয়েড সংবেদনশীল প্রদাহে যেমন এ্যালার্জির কারনে সৃষ্ট কনজাংটিভার প্রদাহে, একনি রোজাসিয়ায়, সুপারফিশিয়াল পাংটেট কেরাটাইটিসে, হারপিস যোস্টার কেরাটাইটিসে, আইরাইটিসে, সাইকিটিসে, কিছু বিশেষ ধরণের সংক্রামক কনজাংটিভার প্রদাহতে নির্দেশিত।
স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনা করে যদি ইডিমা ও প্রদাহ কমানো মুখ্য উদ্দেশ্য হয় তবেই উপরে উলেখিত ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। কোন বাহ্যিক পদার্থ, তাপ বা রাসায়নিক পদার্থ দ্বারা সৃষ্ট কর্ণিয়ার ক্ষততে ব্যবহার করা যেতে পারে।
কান: স্টেরয়েড সংবেদনশীল এক্সটারনাল অডিটরি মেটাস এর প্রদাহে যেমন- বহিকর্ণের এ্যালার্জিতে পুঁজযুক্ত বা পুঁজছাড়া বহিকর্ণের সংক্রমণে ব্যবহার করা যেতে পারে। স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনা করে যদি ইডিমা ও প্রদাহ কমানো মুখ্য উদ্দেশ্য হয় তবেই উপরে উলেখিত ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে।
মাত্রা ও ব্যবহারবিধিঃ
চিকিৎসার সময়সীমা ক্ষতের উপর নির্ভরশীল এবং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। এই ওষুধটি প্রদাহনাশে কতটা কার্যকর তার উপর চিকিৎসার সময়সীমা নির্ভর করে।
দীর্ঘদিনের সক্রিয় ক্ষততে প্রদাহ পুনরায় হতে পারে। এ ধরনের প্রদাহে ওষুধটি পুনরায় ব্যবহার করা যেতে পারে । চোখ: প্রাথমিকভাবে কনজাংটিভাল স্যাক এ এক থেকে দুই ড্রপস্ দিনে প্রতি ঘন্টায় এবং রাতে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। যখন ওষুধটি সক্রিয় বলে মনে হবে তখন ১ ড্রপস্ প্রতি চার ঘন্টা অন্তর অন্তর প্রয়োগ করতে হবে।

পরবর্তীতে ১ ড্রপস্ দিনে ৩ থেকে ৪ বার রোগের লক্ষণ নিয়ন্ত্রণে যথেষ্ট। কান: অরাল ক্যানেল ভালভাবে পরিষ্কার করে স্পঞ্জ করে শুকনো করে নিতে হবে। কানের ড্রপস্ সরাসরি অরাল ক্যানেলে প্রয়োগ করতে হবে। প্রাথমিকভাবে ৩ অথবা ৪ ড্রপস্ দিনে দুই অথবা ৩ বার প্রয়োগ করতে বলা হয়ে থাকে। ওষুধটি কার্যকর মনে হলে পরবর্তীতে মাত্রা কমিয়ে এনে এক সময় বন্ধ করে দিতে হবে।
যদি ভাল ফল পাওয়া যাবে বলে মনে করা হয় তবে কাপড়ের টুকরা দ্রবনে ভিজিয়ে নিয়ে অরাল ক্যানেলে প্রবেশ করিয়ে দিতে হবে। কাপড়ের টুকরাটি ১২ থেকে ২৪ ঘন্টা পর কান থেকে অপসারণ করতে হবে। এই চিকিৎসা চিকিৎসকের পরামর্শ মত পুনরায় দেওয়া যেতে পারে ।
যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
এপিথেলিয়াল হারপিস সিমপ্লেক্স কেরাটাইটিস (ডেনড্রাইটিক কেরাটাইটিস), ভ্যাকসিনিয়া, ভ্যারিসেলা এবং অন্যান্য ভাইরাসের দ্বারা কর্ণিয়া ও কনজাংটিভার সংক্রমণ দেখা দিলে ব্যবহার করা যাবে না। চোখে মাইকোব্যাকটেরিয়ার সংক্রমণে ব্যবহার করা যাবে না। চোখে অথবা অরিকুলার স্ট্রাকচারে ফাংগাস এর সংক্রমণে এই ওষুধ ব্যবহার করা যাবে না। এই ওষুধের যেকোন উপাদানের অতিসংবেদনশীলতা থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না ।
গর্ভাবস্থা ও স্তন্যদানাকলে ব্যবহার
USFDA প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভবর্তী মায়েদের এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য নেই। ভ্রুনের ক্ষতির আশংকা ও গর্ভবর্তী মায়ের উপকার বিবেচনা করে এই ওষুধ প্রয়োগ করা উচিত। স্তন্যদানকালে ডেক্সামেথাসন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার:
১৮ বৎসরের নীচে রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যক্ষমতা এখনো প্রতিষ্ঠিত নয়।
পার্শ্ব-প্রতিক্রিয়া
গ্লুকোমার সাথে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্থ হতে পারে। এছাড়া দৃষ্টির তীক্ষ্ণতা হ্রাস পেতে পারে। ফিল্ড ডিফেক্টস এবং পোস্টেরিওর সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হতে পারে। হারপিস সিমপ্লেক্স এর মাধ্যমে সেকেন্ডারী অকুলার ইনফেক্শন দেখা দিতে পারে। গোবে পারফোরেশন দেখা দিতে পারে।
অন্য ওষুধের সাথে বিক্রিয়া
অন্য ওষুধ যেগুলো ডেক্সামেথাসনের সাথে বিক্রিয়া করতে পারে সেগুলো হলো এ্যাট্রোপিন ও গ্লুকোমায় নির্দেশিত ওষুধ।
সরবরাহ:
ডেক্সোনেক্স ০.১% চোখ/কানের ড্রপস্ : প্রতিটি কনটেইনারে রয়েছে ৫ মি.লি. ০.১% ডেক্সামেথাসন ফসফেট- এর জীবাণুমুক্ত দ্রবণ ।
আরও দেখুনঃ