Tusca তুসকা ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Tusca তুসকা ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Tusca তুসকা ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

(গুয়াইফেনেসিন ১০০ মি.গ্রা., স্যুডোএফিড্রিন হাইড্রোক্লোরাইড ৩০ মি.গ্রা. এবং ট্রাইপোলিডিন হাইড্রোক্লোরাইড ১.২৫ মি.গ্রা.)/৫ মি.লি. সিরাপ।

 

Tusca তুসকা ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

পুঞ্জিভূত কফ সহ শ্বাসতন্ত্রের উপরের মি.লি. সিরাপ। অংশের ব্যাধির, লক্ষণসমূহের উপশমে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্তবয়স্ক : দুই চা চামচ দিনে ৩ বার । ১২ বছরের উর্ধ্বে শিশুদের জন্য দুই চা চামচ দিনে ৩ বার। ৬-১২ বছর: ১ চা চামচ দিনে ৩ বার। ২-৬ বছর : ১/২ চা চামচ দিনে ৩ বার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না

গুয়াইফেনেসিন, সাডোএফিড্রিন অথবা টাইপ্রোলিডিন এর প্রতি অতিসংবেদনশীলতা। তীব্র করোনারী ধমনীর রোগ অথবা মারাত্মক উচ্চ রক্তচাপ সম্পন্ন রোগীদের ক্ষেত্রে দেয়া যাবে না। নিজেদের অবস্থা বিবেচনা সাপেক্ষে রোগীদের গাড়ী ও যন্ত্রপাতি চালানো উচিত নয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমন অথবা উত্তেজনা, ঘনঘন তন্দ্রাচ্ছন্নতা হতে পারে। ঘুমের ব্যাঘাত এবং কদাচিৎ দৃষ্টিভ্রম দেখা দিতে পারে। চামড়ার ফুসকুড়ি, ট্যাকিকার্ডিয়া, কখনো কখনো মুখ, নাক ও গলার শুষ্কতা দেখা দিতে পারে। পুরুষ রোগীরা স্যুডোএফিড্রিন সেবনে মূত্রত্যাগে অক্ষমতা হতে পারে, এক্ষেত্রে প্রোস্টেট এর বৃদ্ধি অতিশয় গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

ডিকনজেসটেন্ট,ট্রাইসাইক্লিক বিষণ্নতারোধী ওষুধ, রুচিদমনকারক এবং এ্যামফেটামিন জাতীয় দেহ উত্তেজক অথবা মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর-এর সাথে একত্রে ব্যবহার করার ফলে কখনো কখনো রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভবর্তী মহিলাদের ভ্রুনের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমান যাচাই করে এ ওষুধ ব্যবহার করা উচিত।

সরবরাহ :

তুস্কা’ সিরাপ ১০০ মি.লি.।

 

Tusca তুসকা ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment