Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

নরভিস” ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫০ মি.গ্ৰা. নরভিস” ইঞ্জেক্‌শন: প্রতি ২ মি.লি. এ্যাম্পুলে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আই এনএন ৫ মি.গ্ৰা. নরভিস সিরাপঃ প্রতি ৫ মি.লি. সিরাপে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ১০ মি.গ্ৰা.

 

Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি এন্টিস্পাজমোডিক ঔষধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারী সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া,ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, এন্টারোকোলাইটিস, কলিসিস্টাইটিস, কোলোনোপ্যাথী, সিসটাইটিস এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি:

নরভিস” ট্যাবলেট: ২-৬ টি ট্যাবলেট (১০০-৩০০ মি.গ্রা.) দৈনিক বিভক্ত মাত্রায় মুখে খেতে হবে । নরভিস” ইঞ্জেকশন: ১ টি করে এ্যাম্পুল (৫ মি.গ্রা.) দিনে ৩ বার ইনট্রামাসকুলার অথবা ইনট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে।

নরভিস সিরাপ: শিশু: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ৩ মি.গ্রা. ৬ মি.গ্রা. অথবা ১.৫ মি.লি. – ৩ মি.লি. করে ৩ টি বিভক্ত মাত্রায় । প্রাপ্ত বয়স্ক: দৈনিক ৩০ মি.গ্রা. ১০ মি.গ্রা. অথবা ১৫ মি.লি. – ৪৫ মি.লি. করে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য ওষুধের সাথে ইহা ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ব্যবহার:স্রণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার:

ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।

পার্শ্ব-প্রতিক্রিয়া:

স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব- প্রতিক্রিয়া দেখা যায়।

প্রতিনির্দেশনা:

টাইমোনিয়াম মিথাইলসালফেট গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর একিউট আইবল পেইন ও সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোষ্টেট অথবা ইউরিনারী ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।

 

Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ:

নরভিস” ট্যাবলেট: প্রতিটি বাক্সে রয়েছে ৫০টি ট্যাবলেট খ্রিস্টার প্যাকে। নরডিস° ইঞ্জেকশন: প্রতিটি বাক্সে রয়েছে ১০টি এ্যাম্পুল রিস্টার প্যাকে। নরভিস সিরাপ। প্রতিটি বাক্সে রয়েছে ১০০ মি.লি. সিরাপ PET বোতলে এবং সাথে একটি মাত্রা পরিমাপক কাপ ।

 

আরও দেখুনঃ

Leave a Comment