আমাদের আজকের আলোচনার বিষয় Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Norvis নরভিস ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
নরভিস” ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ৫০ মি.গ্ৰা. নরভিস” ইঞ্জেক্শন: প্রতি ২ মি.লি. এ্যাম্পুলে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আই এনএন ৫ মি.গ্ৰা. নরভিস সিরাপঃ প্রতি ৫ মি.লি. সিরাপে আছে টাইমোনিয়াম মিথাইলসালফেট আইএনএন ১০ মি.গ্ৰা.
নির্দেশনা:
টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি এন্টিস্পাজমোডিক ঔষধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারী সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। ইহা গ্যাস্ট্রোএন্ট্রাইটিস, ডায়রিয়া,ডিসেন্ট্রি, বিলিয়ারী কলিক, এন্টারোকোলাইটিস, কলিসিস্টাইটিস, কোলোনোপ্যাথী, সিসটাইটিস এবং স্পাজমোডিক ডিসমেনোরিয়াতে নির্দেশিত।
মাত্রা ও সেবনবিধি:
নরভিস” ট্যাবলেট: ২-৬ টি ট্যাবলেট (১০০-৩০০ মি.গ্রা.) দৈনিক বিভক্ত মাত্রায় মুখে খেতে হবে । নরভিস” ইঞ্জেকশন: ১ টি করে এ্যাম্পুল (৫ মি.গ্রা.) দিনে ৩ বার ইনট্রামাসকুলার অথবা ইনট্রাভেনাস পথে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে।
নরভিস সিরাপ: শিশু: প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দৈনিক ৩ মি.গ্রা. ৬ মি.গ্রা. অথবা ১.৫ মি.লি. – ৩ মি.লি. করে ৩ টি বিভক্ত মাত্রায় । প্রাপ্ত বয়স্ক: দৈনিক ৩০ মি.গ্রা. ১০ মি.গ্রা. অথবা ১৫ মি.লি. – ৪৫ মি.লি. করে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য ওষুধের সাথে ইহা ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ব্যবহার:স্রণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।
দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার:
ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যাবে।
পার্শ্ব-প্রতিক্রিয়া:
স্বভাবত খুবই অল্প পরিমান পার্শ্ব- প্রতিক্রিয়া দেখা যায়।
প্রতিনির্দেশনা:
টাইমোনিয়াম মিথাইলসালফেট গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে এবং যে সকল রোগীর একিউট আইবল পেইন ও সেইসাথে দৃষ্টির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের প্রোষ্টেট অথবা ইউরিনারী ব্লাডারের অস্বাভাবিকতা আছে তাদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না।
সরবরাহ:
নরভিস” ট্যাবলেট: প্রতিটি বাক্সে রয়েছে ৫০টি ট্যাবলেট খ্রিস্টার প্যাকে। নরডিস° ইঞ্জেকশন: প্রতিটি বাক্সে রয়েছে ১০টি এ্যাম্পুল রিস্টার প্যাকে। নরভিস সিরাপ। প্রতিটি বাক্সে রয়েছে ১০০ মি.লি. সিরাপ PET বোতলে এবং সাথে একটি মাত্রা পরিমাপক কাপ ।
আরও দেখুনঃ