আমাদের আজকের আলোচনার বিষয় Norvent Inhelar নরভেন্ট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Norvent Inhelar নরভেন্ট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
টিওট্রপিয়াম ।
নির্দেশনা :
নরভেন্ট ব্রংকোম্পাজম এর সাথে ক্রনিক অবস্ট্রাকটিক পালমোনারী ডিজিস (সিওপিডি), ক্রনিক ব্রংকাইটিস এবং এমফাইসিমা সংযুক্ত এর দীর্ঘমেয়াদী, প্রতিদিন একটি করে তত্ত্বাবধায়ক চিকিতসার জন্য নির্দেশিত ।
মাত্রা ও ব্যবহার বিধি :
পূর্ণবয়স্ক এবং ১২ বছর বা তার বেশী : নরভেন্ট ইনহেলারের ২ বার পাফ প্রতিদিন একবার।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
যেসব রোগীর এট্রোপিন অথবা এর ডিরাইভেটিভস এর প্রতি অতিস্পর্শকাতরতার পূর্ব ইতিহাস আছে (ইপ্রাট্রপিয়াম অথবা এর যেকোন উপাদানের ও সংযুক্ত) তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এন্টিকোলিনারজিক ড্রাগ হিসেবে টিট্রপিয়াম সরু-কৌণিক গ্লুকোমা, প্রোসটেটিক হাইপারপাসিয়া এর লক্ষ্যসমূহ বৃদ্ধি করে এবং এসব ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
অন্য ওষুধের সাথে বিক্রিয়া :
টিওট্রপিয়াম কোনপ্রকার খারাপ প্রতিক্রিয়া ছাড়াই সিওপিডি তে ব্যবহৃত ওষুধের সাথে ব্যবহার করা যায়। অন্যান্য এন্টিকোলিনারজিকযুক্ত ওষুধের সাথে টিওট্রপিয়াম গ্রহণের কোন গবেষণা নাই তাই সুপারিশ করা হয়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া :
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হর মুখে শুষ্কতা, অন্যান্য প্রতিক্রিয়া হল কোষ্ঠকাঠিন্য, হার্টরেট বৃদ্ধি, গ্লুকোমা ইত্যাদি ।
গর্ভবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
প্রেগনেন্সি ক্যাটাগরি সি: টিওট্রপিয়াম শুধুমাত্র উপকারতিা যদি ভ্রুণের ঝুঁকিকে অতিক্রম করে তবেই ব্যবহার করা উচিত।
সরবরাহ :
নরভেন্ট” ইনহেলার : টিওট্রপিয়াম ৯ মাইক্রোগ্রাম প্রতি পা এ, ১২০ পাফ।
ঔষধের প্রয়োগ প্রক্রিয়া
যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:
দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)
আরও দেখুনঃ