Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Nebita 5 নেবিটা ৫ ওষুধের যাবতীয় তথ্য

Nebita 5 নেবিটা ৫ ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Nebita 5 নেবিটা ৫ ওষুধের যাবতীয় তথ্য । বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Nebita 5 নেবিটা ৫ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

নেবিটা” ৫ ট্যাবলেট: প্রতিটি ট্যাবলেটে আছে নেবিভোলল ৫ মি. গ্রা.।

 

 

ফার্মাকোলজি:

নেবিভোলোল একটি বিটা এডেনার্জিক রিসেপ্টর ব্লকিং এজেন্ট। নেবিভোলল দুটি এনাপিওমারের (d-Nebivalal এবং n Nebivalal) একটি রেসিকমেট । নেবিতোললের বিশেষ ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্যে রয়েছে B-1 রিসেপ্টেরের প্রতি অতি আসক্তি এবং নাইট্রিক অক্সাইড প্রক্রিয়ার মাধ্যমে রক্তনালী প্রসারণ।

নির্দেশনা:

নেবিভোলল উচ্চ রক্তচাপে নির্দেশিত।

মাত্রা ও সেবনবিধি:

পূর্নবয়স্কদের ক্ষেত্রেঃ দৈনিক ৫ মি. গ্রা. দৈনিক সর্বোচ্চ ডোজ ৪০ মি. গ্রা.। ক্ষতিগ্রস্ত বুঞ্জিয় রোগীদের ক্ষেত্রেঃ যেসব রোগীদের বৃদ্ধ অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ, তাদের ক্ষেত্রে নেবিভোললের প্রারম্ভিক মাত্রা দৈনিক ২.৫ মি. গ্রা.। প্রয়োজন অনুযায়ী ডোজ ধীরে ধীরে বাড়ানো যাবে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে: বয়স্ক রোগীদের জন্য মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতিনির্দেশনা:

নেবিভোলল তীব্র ব্র্যাডিকার্ডিয়া, প্রথম মাত্রার অধিক হার্ট ব্লক, কার্ডিওজেনিক শক রোগী, ডিকম্পেনসেটেড কার্ডিয়াক ফেইলিউর, সাইনাসে সমস্যা, অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ যকৃতের রোগী, এই ঔষধের যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত।

পার্শ্বপ্রতিক্রিয়া:

মাথা ব্যাথা, বমি ভাব এবং ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। ইনহিবিটর যেমন কুইনিডিন,

অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়াঃ

CYP2D6 প্রোপাফেনন, ফ্লুক্সোটিন ইত্যাদি ব্যবহারকালে নেবিভোলল সেবনে সতকর্তা অবলম্বন করতে হবে। অন্যান্য বিটা ব্লকার ব্যবহারকালে নিবিভোলল সেবন করা যাবেনা। ডিজিটালিস গ্লাইকোসাইড ও বিটা ব্লকার এট্রিওভেন্ট্রিকুলাৱস্থ হার্ট রেট কমিয়ে দেয় ।

ক্যালসিয়াম এন্টাগনিস্ট (যেমন-ভেরাপামিল, ডিলটিয়াজেম) এবং এন্টিএরিদমিক এজেন্ট (যেমন- ডিসোপাইরামাইড) এর সাথে নেবিভোলল ব্যবহার করলে ব্র্যাডিকার্ডিয়া, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে।

গর্ভবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার:

প্রেগ্রেপি ক্যাটাগরি C। স্তন্যদানকালে নেবিভোলল সেবন করা উচিৎ নয়। শিশুদের ক্ষেত্রে ব্যবহার। বাচ্চাদের ক্ষেত্রে নেবিভোললের কার্যকারিতা এবং নিরাপত্তা পরীক্ষিত নয় ।

 

 

সরবারাহ:

নেবিটা” ৫ ট্যাবলেট। প্রতিটি বাক্সে আছে ৩০ টি ট্যাবলেট বিস্টার প্যাকে।

 

আরও দেখুনঃ

Exit mobile version