আমাদের আজকের আলোচনার বিষয় Pepnor পেপনর ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Pepnor পেপনর ওষুধের যাবতীয় তথ্য
উপাদান:
প্রতি ৫ মি.লি. পেপনরত সিরাপে আছে কিউমিনাম সায়মিনাম ২.৬৪ গ্রাম, সিনামোমাম জিলানিকাম ১৩.২৪ মি.গ্রা., ইলেটারিয়া কর্ডামোমাম ১৩.২৪ মি.গ্রা., সিনামোমাম টামেলা ১৩.২৪ মি.গ্রা., মেসুয়া ফেরা ১৩.২৪ মি.গ্রা.,
জিনজিবার অফিসিনালি ২৬.৪৮ মি.গ্রা., মিরিসৃটিকা ফ্রাগ্রেস ১৩.২৪ মি.গ্রা., সাইপেরাস রোটনডাস ১৩.২৪ মি.গ্রা., ট্রাকিসপারমাম এ্যামি ১৩.২৪ মি.গ্রা., সাইজেজিয়াম এ্যারোমেটিকাম ১৩.২৪ মি.গ্রা সহ অন্যান্য ভেষজ উপাদানের নির্যাস ।
নির্দেশনা ও ব্যবহার :
ডিসপেপসিয়া বা বদহজম, পেটব্যথা, পেটফাপা, বমিবমি ভাব ও অরুচিতে নির্দেশিত। এছাড়া প্রসব পরবর্তী হজম জনিত সমস্যায় বিশেষভাবে ফলপ্রদ ও স্তন্যদানকারী মায়েদের জন্য পুষ্টিকারক ও দুগ্ধবর্ধক।
মাত্রা ও ব্যবহার বিধি :
১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে: ১-২ চা চামচ (৫-১০ মি.লি.) দিনে ২-৩ বার । প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ২-৩ চা চামচ (১০-১৫মি.লি.) দিনে ৩ বার সেব্য।
পার্শ্ব প্রতিক্রিয়া :
এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
এখনো পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু এর কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না।
গর্ভকালীন ও স্তন্যদানকালীন ব্যবহার:
গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে এর ব্যবহার কোন সমস্যা সৃষ্টি করে বলে জানা যায়নি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:
রক্ত জমাট বাঁধতে বাঁধাদানকারী ওষুধের সাথে এটি ব্যবহার করা উচিত নয়।
সরবরাহ:
প্রতিটি পি ই টি অ্যাম্বার বোতলে আছে ১০০ মি.লি. সুস্বাদু ও সুগন্ধযুক্ত পেপনর সিরাপ।
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ