Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

প্লুরা এর ধারণা | বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি

প্লুরা এর ধারণা

প্লুরা এর ধারণা আজকের আলোচনা বিষয় | A pleura is a serous membrane which folds back onto itself to form a two-layered membranous pleural sac. The outer pleura (parietal pleura) is attached to the chest wall but is separated from it by the endothoracic fascia.প্লুরা (Pleura) ক্লাসটি বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের অংশ |

বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Physiology) কোর্সের প্রায় সকল ক্লাস “গুরুকুল মেডিকেল এডুকেশন (Gurukul Medical Education)” চ্যানেলে রাখা হয়েছে, বাংলাদেশের “স্বাস্থ্য শিক্ষা (Medical Education)” খাতের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য।

 

প্লুরা এর ধারণা

প্লুরা হলো ফুসফুসের আবরণ। যা থলের ন্যায়। এবং ইহা পালমোনারি লিগামেন্ট এবং হাইলাম ব্যতীত সম্পূর্ণ ফুসফুস কে আবরণ করে।

 

 

মানবদেহে প্লুরা গহ্বর বলতে দুটি প্লুরার (প্যারাইটাল ও ভিসেরাল) মধ্যবর্তী স্থানকে বুঝানো হয়।প্লুরা দ্বি-স্তর বিশিষ্ট সেরাস পর্দা যা ফুসফুস কে আবৃত করে রাখে।প্লুরা গহ্বরে স্বল্প পরিমাণে ফ্লুইড থাকে। এই ফ্লুইডকে সেরাস ফ্লুইড বলা হয়। প্যারাইটাল প্লুরা পাঁজরের সাথে সম্পর্কযুক্ত এবং অন্তঃস্থ বা ভিসেরাল প্লুরা ফুসফুসকে আচ্ছাদিত করে রাখে।ভিসেরাল প্লুরা সরাসরি ফুসফুসের সাথে লেগে থাকে তাই একে পালমোনারি প্লুরাও বলা হয়। প্যারাইটাল প্লুরাকে তার অবস্থান অনুযায়ী চারটি নামে নাম করণ করা হয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্যারাইটাল প্লুরার আর্টারিয়াল সাপ্লাই আসে অভ্যন্তরীন বক্ষীয় ধমনি, অন্তঃপর্শুকীয় ধমনি এবং মাসকুলো-ফ্রেনিক ধমনি থেকে। শিরার সমাপ্তি হয় এজাইগাস শিরা ও অভ্যন্তরীন বক্ষীয় শিরায়। প্যারাইটাল প্লুরায় তীব্র ব্যথা অনুভূত হলেও সংবেদী স্নায়ুর অভাবে ভিসেরাল প্লুরায় ব্যাথা অনুভূত হয় না। প্লুরা কাজ ফুসফুস কে সঙ্কোচন প্রসারন করা

প্লুরাল ফ্লুইড ফুসফুসের টিস্যুকে লুব্রিকেট করে এবং ফুসফুসের টিস্যুকে পাঁজরের ঘর্ষণ থেকে বাধা দেয় , এটি প্লুরাকে লুব্রিকেট করে এবং মসৃণ করে, যাতে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার সময় প্লুরার গ্লাইডিং মসৃণ হয়।

 

 

প্লুরা এর ধারণা নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুনঃ 

 

Exit mobile version