Fexo ফেক্সো ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Fexo ফেক্সো ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Fexo ফেক্সো ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ৬০ মি.গ্রা., ১২০ মি.গ্রা., ১৮০ মি.গ্রা. ফিল্ম কোটেড ট্যাবলেট এবং ৩০ মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন।

 

Fexo ফেক্সো ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

সিজনাল এলার্জিক রাইনাইটিস ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া

মাত্রা ও ব্যবহারবিধি:

বৃক্কীয় কার্যকারীতা কমেগেলে, মাত্রা নির্ণয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এ ক্ষেত্রে বৃক্কীয় কার্যকারীতা পর্যালোচনায় রাখা হিতকর।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায়নি। গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা সঠিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এটি মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ফেক্সোফেনাডিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজল এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিনের প্লাজমা ঘনত্ব বেড়ে যায়। এ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ এন্টাসিড এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন এর শোষণ মাত্রা কমে যায়। কিছু ফলের রস ফেক্সোফেনাডিন এর কার্যকারিতা কমিয়ে দেয়।

প্রতিনির্দেশনা:

ফেক্সোফেনাডিন বা এর কোন উপাদান এর প্রতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয় ।

সরবরাহ:

ফেক্সো” ৬০ : প্রতিটি বাক্সে আছে ৫ x ১০ টি ট্যাবলেট।

ফেক্সো ১২০ প্রতিটি বাক্সে আছে ৫ x ১০ টি ট্যাবলেট।

ফেক্সো ১৮০: প্রতিটি বাক্সে আছে ৩ × ১০ টি ট্যাবলেট।

ফেক্সো” সাপেনশন:

প্রতিটি বোতলে আছে ৫০ মি.লি. সাপেনশন এবং মাত্রা পরিমাপক কাপ ও ড্রপার।

 

Fexo ফেক্সো ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment