আমাদের আজকের আলোচনার বিষয় Force ফোর্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Force ফোর্স ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
সেফপিরম ১ গ্রাম আইভি ইঞ্জেকশন ।
নির্দেশনা :
সেপটিসিমিয়া, ব্যাকটেরেমিয়া এবং রক্তের ক্যান্সারের রোগী যারা ইমিউনোসাপ্রেসড এবং নিউট্রপেশিয়া ও ইনফেকশনে আক্রান্ত, লোয়ার রেসপিরেটরী ইনফেকশন ও নিউমোনিয়া, তীব্র মূত্রনালীর সংক্রমন ও পাইলোনেফ্রাইটিস, ত্বক ও নরম কলার সংক্রমন, হাড় ও অস্থিসন্ধির ইনফেকশন এবং ইনফেকশন ইন ইমিউনোকমপ্রোমাইজড রোগী।
মাত্রা ও ব্যবহার বিধি :
ফোর্স (সেফপিরম) শুধু মাত্র শিরা পথে ব্যবহারের জন্য। ওষুধটির মাত্রা সংক্রমনের স্থান এবং তীব্রতা, সংক্রমণকারী জীবানুর সংবেদনশীলতা এবং রোগীর বয়স, ওজন এবং বৃক্কের কার্যকারীতার উপর নির্ভরশীল। ওষুধটি ইন্টাভেনাস ইনজেকশন অথ বা ইনফিউশন এর মাধ্যমে ব্যবহার করতে হয়। স্বাভাবিক বৃদ্ধিয় কার্যকারীতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে মাঝারি ও তীব্র ধরণের সংক্রমণ চিকিৎসায় নিম্মে উলেখিত মাত্রায় ব্যবহার করতে হবে
যাদের রেনাল কার্যকারীতা তৎপর্যপূর্ণ ভাবে কমে গেছে তাদের ক্ষেত্রে মাত্রা কমাতে হবে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
জানা অতিসংবেদনশীলতায় ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া :
ডায়রিয়া, বমি বমি ভাব, বমি, সিউডোমেমব্রেনাস কলাইটিস, পেটে ব্যথা ইত্যাদি । থ্রম্বোফ্লেবাইটিস এবং ইনফেকশন সাইট রিয়েকশন হতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
সেফপিরম এর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার কোন তথ্য নেই।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
গর্ভাবস্থার প্রথম দিকে বিশেষ সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। যেহেতু সেফপিরম মাতৃদুগ্ধ নিঃসৃত হয় সেহেতু অন্যদানকালে সেফপিরম ব্যবহার করা যাবে না অথবা অন্যদান বন্ধ রাখতে হবে।
সরবরাহ :
ফোর্স” ১ গ্রাম আইভি ইঞ্জেকশনঃ প্রতি প্যাকে আছে ১ গ্রাম সেফপিরম, সেফপিরম সালফেট আইএনএন হিসাবে এবং এর সাথে রয়েছে ১০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল।
আরও দেখুনঃ