Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Fluga ফ্লুগাল ওষুধের যাবতীয় তথ্য

Fluga ফ্লুগাল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Fluga ফ্লুগাল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Fluga ফ্লুগাল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ফ্লুকোনাজল ইউ এস পি। ৫০ মি.গ্রা., ১৫০ মি.গ্রা., ২০০ মি.গ্রা. ক্যাপসুল ও ৫০ মি.গ্রা./৫ মি.লি. ওরাল সাসপেনশন। ক্যানডিডিয়াসিস (যেমন-অরোফেরিনজিয়াল

 

 

নির্দেশনা :

যুগাল” তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস, মিউকোজাল ক্যানডিডিয়াসিস, ইসোফেগাইটিস, ক্যানডিডুরিয়া), সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাস সংক্রমণে (মেনিনজাইটিস সহ ) ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস-১৫০ মি.গ্রা. একক মাত্রায় সেব্য। মিউকোজাল ক্যানডিডিয়াসিসে (ভেজাইনাল ব্যতীত) : দৈনিক ৫০ মি.গ্রা. হিসাবে (জটিল সংক্রমণে দৈনিক ১০০ মি.গ্রা.), অরোফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস এ ৭ থেকে ১৪ নিন।

ইসোফেগাইটিস এবং ক্যানডিডুরিয়াতে ১৪ থেকে ৩০ দিন। সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে (মেনিনজাইটিস সহ); প্রথমত ৪০০ মি.গ্রা. এবং পরে ২০০ মি.গ্রা. দৈনিক, প্রয়োজনে মাত্রা বাড়িয়ে দৈনিক ৪০০ মি. গ্রা. হিসাবে দেয়া যেতে পারে। ওষুধের প্রতিক্রিয়ার উপরে চিকিৎসা চালিয়ে যাওয়া নির্ভর করবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

১ বছরের উপরের বাচ্চাদের জন্য: সুপারফিসিয়াল ক্যানডিডা সংক্রমণে- দৈনিক ১-২ মি. গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে। সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে- দৈনিক ৩-৬ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে নিতে হবে। তীব্র সংক্রমণে যেখানে জীবনাশংকা দেখা দিতে পারে সেত্র ৫-১৩ বছরের বাচ্চাদের দৈনিক ১২. মি.গ্রা./কেজি দৈহিক ওজনে সর্বোচ্চ ৪০০ মি.গ্ৰা. পর্যন্ত দেয়া যেতে পারে।

যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

ফুকোনাজল এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এবং যকৃতের বর্ধিত অসুস্থতায় এই ওষুধ ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :

বমি বমি ভাব, পাকস্থলীর অস্বাচ্ছন্দতা, ডায়রিয়া, পাকস্থলীতে বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের অস্বাভাবিকতা, ঘুম কম ক্ষেত্রে ফুসকুড়ি, এনজিওইডিমা এবং এনাফাইলেক্সিস দেখা দিতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : রিফামপিসিন প্লাজমাতে ফ্লুকোনাজলের পরিমাণ কমিয়ে দেয়। ফ্লুকোনাজল নাইকুমালোন, ওয়ারফেরিন এবং ফিনাইয়েন এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। প্লাজমাতে সালফোনাইল ইউরিয়া এবং থিওফাইলিন এর পরিমাণ সম্ভবত বেড়ে যায়।

 

 

সরবরাহ :

ফুগাল” ৫০ : ৩ x ১০ টি। ফ্লুগাল” ১৫০: ২ x ১০ টি। ফুগাল” ২০০২x৬টি। ফুগাল” ওরাল সাসপেনশন : ৩৫ মি.লি।

 

আরও দেখুনঃ

Exit mobile version