Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Flexi ফ্লেক্সি ওষুধের যাবতীয় তথ্য

Flexi ফ্লেক্সি ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Flexi ফ্লেক্সি ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Flexi ফ্লেক্সি ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

এসিক্লোফেনাক ১০০ মি.গ্রা. ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

অস্টিওআরথ্রাইটিস, রিউমাটয়েড আরথ্রাইটিস ও এনকাইলোজিং স্পনডাইলিটিসের ব্যথা ও প্রদাহ দূর করার জন্য ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধি :

১০০ মি.গ্রা. দিনে ২ বার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

যাদের পেপটিক আলসার আছে কিংবা যাদের অগ্নে রক্তরণের লক্ষণ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। যাদের মাঝারী থেকে তীব্র রকমের কিডনী সমস্যা বিদ্যমান তাদের এটা ব্যবহার করা যাবে না। যারা যকৃ তের তীব্র সমস্যায় ভূগছেন তাদের এটা দেওয়া যাবে না। খুবই বাধ্য না হলে গর্ভাবস্থায় এটা দেওয়া যাবে না।

এসিক্লোফেনাকের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। অ্যাসপিরিন কিংবা অন্য কোন নন-স্টেরয়ডাল এন্টি-ইনফ্লামেটরী ওষুধ দেওয়ার ফলে যাদের অ্যাজমা বেড়ে যায় কিংবা তীব্র রাইনাইটিস বা আর্টিকারিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

বল হজম, পেটে ব্যথা, বমি বমি : ভাব ও ডায়রিয়া। কখনও কখনও মাথা ঘোরা দেখা নিতে পারে। চামড়ায় জুরাইটাস ও ফুসকুড়ি দেখা দিতে পারে। হেপাটিক এনজাইমের কিছু গোলযোগ দেখা দিতে পারে। খুবই কম ক্ষেত্রে রক্তে ক্রিয়াটিনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

লিথিয়াম, ডিগক্সিন, ডাইইউরেটিক্স, এন্টি-কোয়াগুলান্ট এবং মিথোট্রেক্সেট।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

একান্তই বাধ্য না হলে গর্ভাবস্থায় ও অন্যদানকালে এটা দেওয়া যাবে না।

সরবরাহ :

ফ্লেক্সি” ট্যাবলেট : ১০ x ১০ টি।

 

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Exit mobile version